রাশিয়ায় ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় নিহত ৩

রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। খবর আল জাজিরার।

যুদ্ধবিরতির জন্য সময় বেঁধে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর হামলা জোরদার করেছে রাশিয়া। পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনীও।

রয়টার্সের এক প্রতিবেদন মতে, শুক্রবার (১ আগস্ট) রাতভোর ইউক্রেনের রাজধানী কিয়েভে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। শনিবার (২ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩১ জন নিহত হন এবং আরও ১৫০ জন আহত হন।

এক টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি আরও জানানম, নিহতদের মধ্যে ১৬ শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছে। সবচেয়ে কম বয়সি শিশুটির বয়স ছিল মাত্র ২ বছর। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। নিহতদের স্মরণে শনিবার (২ আগস্ট) জাতীয় শোকদিবস পালন করছে ইউক্রেন।

জেলেনস্কির দাবি, রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাড়িঘর, আবাসিক ভবন, স্কুল, কিন্ডারগার্টেন, চিকিৎসাকেন্দ্র, বিশ্ববিদ্যালয় ভবনসহ বিভিন্ন ধরনের ১০০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কিয়েভের আবাসিক এলাকার একটি বড় ৯ তলা ভবনের বিশাল অংশ সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের ধ্বংস্তূপগুলোতে অনুসন্ধান চালাচ্ছে। আমরা এখনও জানি না- কত জন মানুষ এসব ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছেন।

এপির প্রতিবেদন মতে, ২০২২ সালের অক্টোবরে কিয়েভ শহরে বিমান হামলা শুরু হওয়ার পর এটাই সর্বোচ্চ সংখ্যক শিশু নিহত ও আহত হওয়ার ঘটনা এবং গত বছরের জুলাইয়ের পর থেকে এটাই সবচেয়ে মারাত্মক আক্রমণ, যেখানে ৩৩ জন নিহত হয়েছিল।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। অভিযানের ৮ মাসের মাথায় ২০২২ সালের অক্টোবরে কিয়েভে হামলা করে রুশ সেনারা। সেটি ছিল ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার প্রথম হামলা।

শুক্রবার রাতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। শনিবার পশ্চিম রাশিয়ার পেনজা অঞ্চলের গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো জানান, পেনজার একটি ব্যবসায় প্রতিষ্ঠানে ড্রোনের আঘাতে একজন নারী নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।

সামারা অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন ধরে যাওয়া একটি বাড়ির ভেতরে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। সামারার গভর্নর ব্যাচেস্লাভ ফেদোরিশ্চেভ টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন।

ড্রোনের আঘাতে রোস্তভ অঞ্চলে একটি শিল্প স্থাপনায় একটি ভবনে আগুন লাগে। এতে একজন নিহত হন বলে জানিয়েছেন এই অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ইউরি স্লিউসার। এদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা শনিবার রাশিয়ার রিয়াজান তেল শোধনাগারে হামলা চালিয়েছে, যার ফলে তাদের আগুন লেগেছে। 

এমআর/টিকে    

Share this news on:

সর্বশেষ

img

যুক্তরাষ্ট্রে অর্থ উপদেষ্টা

সেবার মান উন্নয়নেই চট্টগ্রাম বন্দরের শুল্ক বৃদ্ধি Oct 15, 2025
img
‘মা তুমি ইড্ডা কী করলা, আমার জীবনডা শেষ করলা’ Oct 15, 2025
img
আমরা আর বাড়ি থেকে বাইরে যেতেই পারব না : ভিকি কৌশল Oct 15, 2025
সোশ্যাল মিডিয়ায় তনির নতুন জীবন ও প্রেমের গল্প Oct 15, 2025
৩৫ বছর পর চাকসু নির্বাচন আজ Oct 15, 2025
img
আরব আমিরাতের গোল্ডেন ভিসাধারীদের জন্য সুখবর Oct 15, 2025
img
সালমান-আনিসুলসহ ৪৫ জনের প্রতিবেদন ৮ জানুয়ারি জমার নির্দেশ Oct 15, 2025
img
শাপলা প্রতীকেই নির্বাচনে অংশ নেবে এনসিপি : সারজিস আলম Oct 15, 2025
img
আজ মেঘলা আকাশে শুষ্ক থাকবে আবহাওয়া Oct 15, 2025
img
১০ মিনিটেই ঘরে বানিয়ে ফেলুন দই Oct 15, 2025
img
ব্যক্তিত্ব অধিকার রক্ষায় দিল্লি হাই কোর্টে হৃতিক রোশনের মামলা Oct 15, 2025
img
জাতীয় নির্বাচনের রিহার্সাল হিসেবে বিবেচিত হবে চাকসু : চবি উপাচার্য Oct 15, 2025
img
বিএনপি মুক্তিযোদ্ধাদের দল : এস এস জিলানী Oct 15, 2025
img
চুল পড়ে মাথা টাক, ঘরে তৈরি সিরাম ব্যবহার করুন Oct 15, 2025
img
রাকসু নির্বাচনে যে হলের ভোট যে কেন্দ্রে Oct 15, 2025
img
সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন অব্যাহত Oct 15, 2025
img
রাকসু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, ব্যালট যাবে ভোটের দিন সকালে Oct 15, 2025
img
অভিনয়ের বাইরে অন্য এক ‘কৃতি’ Oct 15, 2025
img
মাইলস্টোনে নিহত পরিবারের পাশে থাকবেন তারেক রহমান : আমিনুল হক Oct 15, 2025
img
চার দশক পর বন্ধ হচ্ছে এমটিভির একাধিক মিউজিক চ্যানেল Oct 15, 2025