ড. ইউনূসকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের খোলা চিঠি

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মূল সুপারিশসমূহ বাস্তবায়ন এবং ২০২৫ সালের জুলাই সনদে তা অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন কমিশনের সদস্যসহ স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

শুক্রবার (১ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া খোলা চিঠিতে তারা এ আহবান জানান।

চিঠিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, কাঠামোগত দুর্বলতা, প্রশাসনিক ফাঁকফোকর এবং যথাযথ প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাব এই অর্জনগুলোকে ব্যাহত করছে।

চিঠিতে বলা হয়, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সুপারিশগুলো স্বাস্থ্যখাতের শাসন ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের জন্য একটি কৌশলগত ও সময়োপযোগী রূপরেখা প্রদান করেছে।

এগুলো শুধু সেবা সম্প্রসারণ বা মানোন্নয়নের সুপারিশ নয়, বরং প্রাতিষ্ঠানিক সংস্কার ও পদ্ধতিগত রূপান্তরের বিস্তৃত কাঠামো উপস্থাপন করেছে বলেও উল্লেখ করেন তারা।

চিঠিতে আরো বলা হয়, সময়োপযোগী ও কৌশলগত বাস্তবায়ন না হলে গুরুত্বপূর্ণ নীতিগত সুপারিশগুলো শুধু কাগজেই রয়ে যাবে, বাস্তবে কোনো প্রভাব ফেলবে না। তাই তারা জাতীয় অগ্রাধিকারে অন্তর্ভুক্ত একটি সময়পোযোগী রোডম্যাপ তৈরির ওপর জোর দেন এবং বলেন, এসব সংস্কার জুলাই সনদ ২০২৫-এ অন্তর্ভুক্ত করলে কাঠামোগত রূপান্তরের প্রতি সরকারের আন্তরিক ও ভবিষ্যতমুখী প্রতিশ্রুতি স্পষ্ট হবে।

অন্তর্বর্তী সরকারের কার্যকালীন সীমাবদ্ধতার কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, কিছু কার্যক্রম সরকারের প্রশাসনিক ক্ষমতার মধ্যেই পড়ে, যা এখনই শুরু করা সম্ভব।

প্রথম ধাপে তারা যেসব পদক্ষেপের প্রস্তাব দেন
১. একটি স্থায়ী স্বাস্থ্য কমিশন গঠনের জন্য অবিলম্বে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া, যা স্বাধীন, জবাবদিহিমূলক এবং স্বাস্থ্যখাত সংস্কারে কৌশলগত দিক-নির্দেশনা দেওয়ার ক্ষমতাসম্পন্ন হবে।
২. মানসম্মত সরকারি স্বাস্থ্য অবকাঠামো গঠনের উদ্যোগ নেওয়া এবং শহর ও গ্রামীণ, উভয় এলাকায় একটি বাধ্যতামূলক রেফারেল ব্যবস্থাসহ সর্বজনীন বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা চালুর প্রক্রিয়া শুরু করা।
৩. বাস্তবায়ন তদারকির জন্য সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে একটি নির্দিষ্ট সময়সীমার স্টিয়ারিং কমিটি গঠন।

তাদের মত, এই উদ্যোগগুলো যদি ২০২৫ সালের আগস্টের মধ্যেই শুরু করা যায়, তবে ডিসেম্বরের মধ্যে সরকার প্রয়োজনীয় নির্দেশনা ও অধ্যাদেশ জারি করতে পারবে এবং ২০২৬ সালের প্রথম প্রান্তিকেই দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা সম্ভব হবে।

এই প্রস্তাবকে শুধুই প্রশাসনিক উদ্যোগ না বলে এর পেছনে জাতির প্রতি একটি নৈতিক দায়বদ্ধতা রয়েছে বলেও মত দেন বিশেষজ্ঞরা।

তারা বলেন, আগস্টে সংস্কার উদ্যোগ শুরু হলে তা গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জাতির ভবিষ্যতের পথে এক সাহসী পদক্ষেপ হিসেবে পরিগণিত হবে।

চিঠিতে স্বাক্ষর করেছেন স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান ডা. সৈয়দ আকরাম হোসেন, কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু মোহাম্মদ জাকির হোসেন, পথিকৃত ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. লিয়াকত আলী, ক্লিনিক্যাল নিউরোসায়েন্স সেন্টারের পরিচালক অধ্যাপক নায়লা জামান খান, আইসিডিডিআরবির সাবেক প্রধান চিকিৎসক ডা. আযহারুল ইসলাম খান এবং অ্যালায়েন্স ফর হেলথ রিফর্মস বাংলাদেশ-এর আহ্বায়ক ও হেলথ ইকোনমিকস ইনস্টিটিউটের অধ্যাপক ডা. সৈয়দ আব্দুল হামিদ।

তারা আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা সময়োচিত পদক্ষেপ নিয়ে দেশের স্বাস্থ্যখাতের গঠনমূলক পরিবর্তনের ভীত গড়ে তুলবেন।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ইউনেস্কোর সভাপতির দায়িত্ব পালন শুরু করল বাংলাদেশ Oct 30, 2025
img
তোমার স্বামী খুব কঠোর, কেভিন পিটারসেনের স্ত্রীকে বললেন লোকেশ রাহুল Oct 30, 2025
img
‘শাপলা কলি’ নয়, ‘শাপলা’ই চায় এনসিপি Oct 30, 2025
img
১৬ নভেম্বর পোস্টাল ব্যালটে ভোটের অ্যাপ উদ্বোধন : ইসি সচিব Oct 30, 2025
img

জাতীয় নীতি প্রতিযোগিতা

বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময় Oct 30, 2025
img
সন্তানকে মত প্রকাশের সুযোগ দিন : হাসনাত আব্দুল্লাহ Oct 30, 2025
img
মোজাম্মেল হকের আয়কর নথি জব্দের অনুমতি পেয়েছে দুদক। Oct 30, 2025
img
ডাকসু নেতাদের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Oct 30, 2025
img
ঐক্য কমিশনের প্রতিবেদনে অনৈক্যের সুর : শামা ওবায়েদ Oct 30, 2025
img
বিশ্ববাজারে ফের বেড়েছে সোনার দাম Oct 30, 2025
img
কাবুলের সার্বভৌমত্ব-অখণ্ডতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভারত Oct 30, 2025
img
ফুটবলার নিবন্ধনে ফিফার নিষেধাজ্ঞা পেল মোহামেডান Oct 30, 2025
img
যারা ফেব্রুয়ারির নির্বাচন চায় না, তারা জনগণের বিরোধী শক্তি : এম এ মালিক Oct 30, 2025
img

নারী বিশ্বকাপ ২০২৫

ভারতের সাবেক ও বর্তমান অধিনায়কের রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ান ব্যাটার Oct 30, 2025
img
চসিক সিইও অপসারণের দাবিতে বিক্ষোভ, ১৫ দিনের আলটিমেটাম Oct 30, 2025
img
যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়, তারা গণভোট চায় না : মাসুদ Oct 30, 2025
img
সহ-শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে হবে : এ্যানি Oct 30, 2025
img
ঐকমত্যে ব‍্যর্থ হলে ভয়ানক পরিস্থিতির ঝুঁকি দেখছে এবি পার্টি Oct 30, 2025
img
সচিবালয়ে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার Oct 30, 2025
img
আজ রাতেই গণভোটের তারিখ ঘোষণা করুন : আব্দুল্লাহ তাহের Oct 30, 2025