ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেছেন, যদি তার দেশের সরকার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেয়, তাহলে তিনি তা অনুমোদনে প্রস্তুত। গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ কথা জানান।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, ফ্রান্স, কানাডাসহ অনেক দেশ আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এক্সে দেওয়া পোস্টে বিষয়টি উল্লেখ করে প্রেসিডেন্ট স্টাব লেখেন, শান্তিপ্রক্রিয়ায় নতুন প্রাণসঞ্চারের প্রচেষ্টার অংশ হিসেবে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার সিদ্ধান্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রবণতাকে আরো জোরদার করেছে।
টিকে/