গাজা উপত্যকায় শান্তি ও ত্রাণ সহায়তার দাবিতে অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত হারবার ব্রিজজুড়ে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে হাজারো ফিলিস্তিনপন্থি মানুষ। রোববার (৩ আগস্ট) বৃষ্টির মধ্যেও তারা এই বিক্ষোভে অংশ নেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ‘মার্চ ফর হিউম্যানিটি’ আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অনেকেই খালি হাঁড়ি-পাতিল হাতে নিয়ে এসেছিলেন, যা ক্ষুধার প্রতীক হিসেবে ব্যবহার হয়। বিক্ষোভকারীদের মধ্যে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জও ছিলেন।
গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় দুই বছর ধরে চলমান এই যুদ্ধে গাজায় ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বিভিন্ন দেশের সরকার ও মানবাধিকার সংস্থার সতর্ক করে বরছে, খাদ্য সংকট এতটাই তীব্র হয়ে উঠেছে যে গাজাজুড়ে এখন দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
রয়টার্স বলছে, নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ ও প্রধানমন্ত্রী গত সপ্তাহে হারবার ব্রিজে এই বিক্ষোভ মিছিল আয়োজনের বিরোধিতা করেছিলেন। তাদের দাবি, এতে নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হতে পারে। তবে শনিবার রাজ্যের সুপ্রিম কোর্ট এক রায়ে বিক্ষোভ মিছিলটি নির্ধারিত স্থানে করার অনুমতি দিয়েছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, বিক্ষোভ ঘিরে শত শত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে এবং অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানানো হয়।
এদিকে, একই দাবিতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরেও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধি পেয়েছে। ফ্রান্স এবং কানাডা বলছে, তারা সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এছাড়া ব্রিটেন জানিয়েছে, ইসরাইল মানবিক সংকট মোকাবিলায় এবং যুদ্ধবিরতিতে পৌঁছাতে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
পিএ/টিকে