হামলা চালানো ইসরায়েলি পাইলটরা শনাক্ত, পদক্ষেপ শুরু : তেহরান

ইরানের বিরুদ্ধে হামলায় অংশগ্রহণ করা ইসরায়েলি বিমানবাহিনীর পাইলট, কমান্ডার ও ড্রোন অপারেটরদের বিস্তারিত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে ইরানি গোয়েন্দা সংস্থা এমনটাই দাবি করেছে তেহরান।

শনিবার (২ আগস্ট) রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের 'অপ্ররোচিত হামলায়' অংশগ্রহণকারী বিমানবাহিনীর সদস্যদের পুরো প্রোফাইল এখন তাদের হাতে।

প্রতিবেদনে বলা হয়, এসব বিমানসেনা ও কমান্ডারদের নাম-পরিচয়, তারা কোথায় থাকে, কোন ইউনিটে কাজ করে, কোন ঘাঁটি থেকে পরিচালনা করে সবকিছুই স্পষ্টভাবে জানা গেছে।

এদের অতীত ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ সম্পর্কেও নথি সংগ্রহ করেছেন ইরানি গোয়েন্দারা।

যদিও ইসরায়েলি সংবাদমাধ্যম ও টিভিতে এসব সেনার মুখ অস্পষ্ট করে দেখানো হয়, তবু কঠোর নিরাপত্তা সত্ত্বেও গোয়েন্দা তথ্য সংগ্রহে সফল হয়েছে তেহরান, বলছে ইরান।

প্রতিবেদনে দুজন পাইলটের নাম প্রকাশ করা হয়েছে মেজর ইয়েল অ্যাশ, যিনি স্কোয়াড্রন ১১৯ (ব্যাট স্কোয়াড্রন)-এর ডেপুটি কমান্ডার এবং তার স্বামী বার প্রিন্স। ইয়েল অ্যাশ সম্পর্কে বলা হয়, তিনি ১৯৭৩ সালের ইয়োম কিপুর যুদ্ধে নিখোঁজ হওয়া ইসরায়েলি পাইলট মেজর শিমন অ্যাশের নাতনি।

ইরানের একটি চ্যানেল জানায়, শুধু পরিচয় নয়, এসব পাইলট ও কমান্ডারের বসবাসের সুনির্দিষ্ট স্থানও এখন ইরানি গোয়েন্দা চিত্রে ধরা পড়েছে। স্যাটেলাইট ইমেজের মাধ্যমে তাদের বাড়ি ও চলাফেরার পথ পর্যন্ত নজরদারিতে রাখা হচ্ছে।

প্রতিবেদনে ইয়েল অ্যাশের এক সাক্ষাৎকারের কথা উল্লেখ করা হয়, যেখানে তিনি বলেছিলেন ‘সাধারণ ইসরায়েলিদের নিরাপত্তা ফিরিয়ে আনতে চান।’ তবে চ্যানেলটি বলেছে, ‘আজ তিনি নিজেই আর নিরাপদ নন।’

ইরান জানিয়েছে, এই তথ্যভান্ডার ভবিষ্যতে প্রতিশোধমূলক হামলার ক্ষেত্রে তাদের জন্য কৌশলগত সুবিধা এনে দেবে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ওপর চলমান যুদ্ধের সময় ইরানের প্রতিশোধমূলক হামলায় কয়েকজন পাইলটের বাড়িঘরে সরাসরি আঘাত হেনেছে।

এমন একটি হামলার পরিণতি তুলে ধরা হয় কেন্দ্রীয় ইসরায়েলি শহর ইয়াভনে-তে, যেখানে এক বিমানসেনার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

প্রতিবেদনে আরও জানানো হয়, ইরানি বাহিনী অন্তত ২২ দফা পাল্টা হামলা চালায়, যার লক্ষ্য ছিল ইসরায়েলের পারমাণবিক, সামরিক ও শিল্প স্থাপনাগুলো। এই পাল্টা আঘাতেই ইসরায়েল যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হয় বলে দাবি তেহরানের।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েল তাদের এসব পাইলট ও সেনাকে ‘স্কুল’-এর মতো বেসামরিক স্থানে স্থানান্তর করে যেন ইরানকে পরে ‘বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগে’ অভিযুক্ত করা যায়। তবে ইরান বলছে, তারা এসব কৌশল বুঝতে পেরেছে।

সবশেষে ইরান জানিয়েছে, এখন পর্যন্ত যা প্রকাশিত হয়েছে, তা শুধুই ‘একটি নমুনা’। ভবিষ্যতে আরও বহু গোপন তথ্য প্রকাশ করা হবে বলে সতর্ক করেছে তারা। এই তথ্য ফাঁস ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: পার্স নিউজ

 পিএ/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
দেশের প্রয়োজনে ইলেক্ট্রোরাল অ্যালায়েন্সের দিকে যেতে পারে এনসিপি: সারজিস Oct 14, 2025
img
ক্যাচ ছেড়ে মাশুল গুনতে হলো বাংলাদেশের, হেরেও গর্বিত অধিনায়ক Oct 14, 2025
img
মুক্তি পাওয়া ১৫৪ জন ফিলিস্তিনিকে নির্বাসনে পাঠিয়ে দিচ্ছে ইসরায়েল Oct 14, 2025
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের পরীক্ষা স্থগিত Oct 14, 2025
img
আমার জীবনে সালমান একজন গার্ডিয়ান অ্যাঞ্জেল: এলি আভরাম Oct 14, 2025
img
বেরোবিতে সহিংসতায় জড়িত ৮ শিক্ষার্থী বহিষ্কার Oct 14, 2025
img
পাকিস্তান এবং ভারত খুব শান্তিতে একসঙ্গে থাকবে : ট্রাম্প Oct 14, 2025
img
নতুন হোয়াটসঅ্যাপ ফিচারে যোগ হবে ফেসবুক প্রোফাইলের লিংক Oct 14, 2025
img
ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরে আসতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট Oct 14, 2025
img

রাকসু নির্বাচন

শিবির-সমর্থিত প্যানেলের সভার ২শ প্যাকেট খাবার ফেরত পাঠালো নির্বাচন কমিশন Oct 14, 2025
img

বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক ২৭ অক্টোবর

পাকিস্তান যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা, আসছেন অর্থনীতি বিষয়কমন্ত্রী Oct 14, 2025
img
দক্ষিণ এশিয়ায় গুগলের ডেটা সেন্টার নির্মাণে বড় বিনিয়োগ Oct 14, 2025
img
আবহাওয়ার পরিবর্তনে সুস্থ থাকতে প্রয়োজন লবঙ্গ চায়ের Oct 14, 2025
img
বাংলাদেশি টাকায় আজকের (১৪ অক্টোবর, ২০২৫) মুদ্রা বিনিময় হার Oct 14, 2025
img
ভোজ্যতেলের নতুন দাম আজ থেকে কার্যকর Oct 14, 2025
img
ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ Oct 14, 2025
img
যশোরে ১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার Oct 14, 2025
img
ফ্রান্সকে রুখে দিল আইসল্যান্ড, জয় উল্লাসে বেলজিয়াম-জার্মানি Oct 14, 2025
img
তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি, বইছে শীতল বাতাস Oct 14, 2025
img
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক Oct 14, 2025