‘মাসুদ রানা’র বিচারকদের নিয়ে সমালোচনার ঝড়

জনপ্রিয় গোয়েন্দা থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’। এই সিরিজের প্রথম পর্ব ‘ধ্বংস পাহাড়’। এই পর্বটি নিয়ে বাংলাদেশে নির্মিত হচ্ছে বিগ বাজেটের চলচ্চিত্র ‘মাসুদ রানা’। সে লক্ষ্যে গত ২ আগস্ট চ্যানেল আই’তে শুরু হয়েছে রিয়্যালিটি শো। কথা ছিল এই শো-এর মাধ্যমে নির্ধারণ করা হবে, ‘কে হবেন মাসুদ রানা?’

এদিকে, চ্যানেল আইতে শুরু হওয়া ওই রিয়্যালিটি শো’র আয়োজকদের সঙ্গে এরই মধ্যে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার বিরোধ তৈরি হয়েছে। তবে ঠিক কী কারণে এই দূরত্ব, তা এখনো জানা না গেলেও রিয়্যালিটি শো’ থেকে বেরিয়ে আসা কোন প্রতিযোগীকে মাসুদ রানা সিনেমায় নেয়া হয়নি- সেটি চূড়ান্ত।

তবে গোপন সূত্রে জানা গেছে, শুরুতে সব ঠিক থাকলেও শেষের দিকে চ্যানেল আইতে প্রচারিত হওয়া ওই অনুষ্ঠানের সঙ্গে জাজের কোন সম্পর্ক ছিল না। তা সত্ত্বেও চ্যানেলটিতে অনেকদিন প্রচারিত হয়েছে ওই প্রতিযোগিতা।

আর প্রচার হয়ে যাওয়া অনুষ্ঠান একের পর এক বিতর্ক জন্ম দিয়েছে শোবিজ অঙ্গনে। মূলত এই প্রতিযোগিতায় বিচারকদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কে হবেন মাসুদ রানা?’ প্রতিযোগিতার বেশ কিছু পর্বে বিচারকদের আচরণের ভিডিও প্রকাশ করে নিন্দা করছেন নেটিজেনরা।

বেশ কয়েক দিন ধরেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। দর্শকদের অভিযোগ, বিচারকেরা প্রতিযোগীদের প্রতিনিয়ত অপমান করছেন।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একজন প্রতিযোগীর চুলের কাটিং নিয়ে ঠাট্টা করছেন বিচারকের আসনে বসা পরিচালক ইফতেখার আহমেদ ফাহমি। এ ছাড়া অভিনেত্রী মমকেও প্রতিযোগীদের সঙ্গে রূঢ় আচরণ করতে দেখা যায়।

এদিকে, কয়েকদিন আগে ফেসবুকে রাজু নুরুল নামের এক দর্শক ভিডিও’র স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘ভিডিওটা দেখে তাজ্জব হয়ে গিয়েছিলাম। একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসা প্রতিযোগীকে এভাবেও অপমান করা যায়? তিনজন বিচারকই সমান তালে অপমান করে গেছেন।

এদিকে প্রতিযোগীদের অপমান করার বিষয়টি নজরে এসেছে ‘মাসুদ রানা’ ছবির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকনেরও। ফেসবুকে খোকন বলেন, মাসুদ রানা কে হবে সেটা একমাত্র জাজের সহযোগিতায় চূড়ান্ত হবে, প্রতারকের চক্র থেকে সবাই সাবধান।

আমাদের বাচ্চাদেরকে সমগ্র পৃথিবীর কাছে হাস্যকর বানাবেন না। আমার বাচ্চা কালো হোক, অভিনয় না জানুক, এরপরেও তার শখ, সে অন্তত একবার মাসুদ রানা হবে। আর এতে আপনি কে তাকে অপমান করার? এই দুঃসাহস আগামীতে দেখাবেন না, আমিও ছেলের বাবা।

এতেই প্রতীয়মান হয়, মাসুদ রানা যারা খুঁজে বের করতে চেয়েছিলেন, আর যারা মাসুদ রানা ছবিটি বানাতে চেয়েছিলেন, তাদের মধ্যে দুটি গ্রুপ তৈরি হয়েছিল।

যাইহোক, এই মাসুদ রানাকে ঘিরেই এখন সবদিকে সমালোচনার ঝড় বইছে। মিডিয়ার অনেকের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তারাও ‘মাসুদ রানা’ নিয়ে কথা বলতে নারাজ। তবে তাদের কথায় এটা নিশ্চিত, এই বাজে আয়োজনে মন্তব্য করে সমালোচনার জোয়ারে গাঁ ভাসাতে চান না কেউই।

প্রসঙ্গত, কাজী আনোয়ার হোসেনের গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’ নিয়ে নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনায় আরও থাকছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ভিত্তিক প্রতিষ্ঠান সিলভারলাইন এন্টারটেইনমেন্ট। পরিচালনা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নির্মাতা আসিফ আকবর।

জানা যায়, এই ছবিতে অভিনয় করবেন বলিউডের অন্যতম মেধাবী ও সুন্দরী অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সঙ্গে থাকছেন হলিউডের মিকি রোর্ক ও ঢালিউডের একাধিক অভিনেতা।

‘মাসুদ রানা’ সিনেমায় আরও অভিনয় করছেন দালিপ সিং, লিউস টান, গ্যাব্রিয়েলা রাইট ও ওয়েস্টন কেজ কপোলা। ছবির মূল দৃশ্যায়নে হবে মরিশাস, বাংলাদেশ ও থাইল্যান্ডে। ‘মাসুদ রানা’ সিরিজের প্রথম উপন্যাস ‘ধ্বংস পাহাড়’ থেকে চিত্রনাট্য পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করেছেন আবদুল আজিজ, আসিফ আকবর ও নাজিম উদ দৌলা।

১ কোটি ডলার (প্রায় ৮৩ কোটি টাকা) বাজেটের ‘মাসুদ রানা’ বাংলা ও ইংরেজি ভাষায় তৈরি হবে। ছবির শুটিং শুরু হবে ২৭ সেপ্টেম্বর। তার আগে ঘোষণা করা হবে কে থাকছেন ছবিটির নাম ভূমিকায়।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img

ঢাকা-২ আসন

মনোনয়নপত্র জমা দিলেন আমান উল্লাহ আমান Dec 29, 2025
img
রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি বিরোধী মানববন্ধনে হামলা Dec 29, 2025
img
খাদ্যে বিষক্রিয়ায় হাসপাতালে নির্মাতা Dec 29, 2025
img
রাজেশ খান্নার জন্মদিন আজ Dec 29, 2025
img
কুষ্টিয়া-৩ আসনে মুফতি আমির হামজার মনোনয়নপত্র দাখিল Dec 29, 2025
img
অ্যাওয়ার্ড নাইটে স্টাইল আইকন মেহজাবীন Dec 29, 2025
img
বগুড়ায় মান্নার আসনে বিএনপির মনোনয়ন পেলেন শাহে আলম Dec 29, 2025
img
জনগণের ভালোবাসায় নির্বাচিত হলে উন্নয়নই হবে মূল লক্ষ্য: মির্জা ফখরুল Dec 29, 2025
সাহাবিদের একটি অনন্য ঘটনা | ইসলামিক জ্ঞান Dec 29, 2025
img
একাকিত্বের মুহূর্তগুলোকে উপেক্ষা করবেন না: অমিতাভ বচ্চন Dec 29, 2025
img
জাতীয় হাদি হত্যার বিচার ২৫ দিনের মধ্যে শেষ করার দাবি মঞ্চ-২৪'র Dec 29, 2025
img

তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য

আবু সাঈদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বেরোবি ভিসি হাসিবুর Dec 29, 2025
নবীজি যেভাবে জোটের বিরুদ্ধে জিততেন | ইসলামিক টিপস Dec 29, 2025
স্থিতিশীল বিএনপি জোট, নতুন চ্যালেঞ্জ জামায়াতের Dec 29, 2025
img
কটাক্ষের শিকার আয়মান সাদিক Dec 29, 2025
img
ইব্রাহিমাবাদ পর্যন্ত আবার চলছে ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ Dec 29, 2025
img
নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের নাম পরিবর্তন Dec 29, 2025
img
মনোনয়নপত্র জমা দিয়ে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানালেন ফখরুল Dec 29, 2025
img
গ্লোব সকার অ্যাওয়ার্ডে বড় জয় কার, কে কোন বিভাগে পেলেন পুরস্কার Dec 29, 2025
img
শহীদ হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও ভারতীয় গুপ্তচর অপসারণের দাবি মঞ্চ ২৪- এর Dec 29, 2025