নিজস্ব পণ্য ব্যবহার এবং ‘মেক ইন ইন্ডিয়া’ পণ্যের প্রচারের মাধ্যমে ভারতের সব নাগরিককে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (২ আগস্ট) নিজ সংসদীয় নির্বাচনী এলাকা বারানসিতে এক জনসভায় বক্তৃতা দেয়ার সময় মোদি বলেন, ‘আমাদের বাড়িতে প্রবেশকারী প্রতিটি নতুন জিনিস অবশ্যই স্বদেশি হতে হবে।’
‘ভোকাল ফর লোকাল’ মন্ত্র গ্রহণ করে জনগণকে আসন্ন উৎসবের মৌসুমে ভারতে তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন মোদি।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্ব অর্থনীতি বর্তমানে একাধিক অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতার পরিবেশের মুখোমুখি। বিশ্বজুড়ে জাতিগুলো তাদের নিজস্ব স্বার্থের দিকে মনোনিবেশ করছে।’
এমন পরিস্থিতিতে, ভারতকে তার অর্থনৈতিক স্বার্থ সম্পর্কে সজাগ থাকতে হবে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী।
ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে এগিয়ে চলেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কৃষক এবং ক্ষুদ্র শিল্পের কল্যাণ এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার তাদের সহায়তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।’
সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই উন্নত ভারতের স্বপ্ন পূরণ হবে বলেও জানান মোদি।
ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের মাত্র কয়েকদিন পরই নরেন্দ্র মোদির এই মন্তব্য এলো।
সূত্র: বিজনেস টুডে
কেএন/টিএ