উত্তরপ্রদেশের মেরট ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ঘটে গেল অবিশ্বাস্য এক ঘটনা। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে প্ল্যাটফর্মে উঠে পড়েন এক যুবক। শুক্রবার (১ আগস্ট) রাতের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে। এসময় ভয়ে যাত্রীরা এদিক-ওদিক ছুটোছুটি শুরু করেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্ল্যাটফর্মের পাশ দিয়ে একটি ট্রেন চলাচল করছে, আর সেই সময়ই গাড়ি চালিয়ে যাচ্ছেন ওই যুবক। পরে জিআরপি (রেলওয়ে পুলিশ) ও আরপিএফ (রেলওয়ে সুরক্ষা বাহিনী) গাড়িসহ ওই যুবককে আটক করে।
জিজ্ঞাসাবাদে যুবক জানান, তিনি ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। গাড়িটির রেজিস্ট্রেশন ঝাড়খণ্ডের বলে জানা গেছে।
এ ঘটনায় মোরাদাবাদ জিআরপি তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট দিয়ে জানায়, “মেরটের জিআরপি ও আরপিএফ মদ্যপ চালককে আটক করেছে। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে, গত মাসেও অনুরূপ ঘটনা ঘটেছিল ঝাঁসিতে। সেখানেও এক যুবক মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে প্ল্যাটফর্মে ঢুকে পড়েন। জানা যায়, ঝগড়ার পর স্ত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, তাকে খুঁজতে গিয়েই এই কাণ্ড ঘটান ওই যুবক। শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং গাড়ি জব্দ করে।
কেএন/টিএ