বাণিজ্যের মাধ্যমে ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি, আবারও ট্রাম্পের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, বিশ্বজুড়ে কয়েকটি সংঘাত থামিয়ে দিয়েছেন তিনি— এর মধ্যে সাম্প্রতিক ভারত-পাকিস্তান যুদ্ধও রয়েছে।

তিনি বলেছেন, ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছেন বাণিজ্যের মাধ্যমে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (৩ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

গত ১০ মে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি “সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে” সম্মত হয়েছে। যুদ্ধবিরতির বিষয়ে সেটিই ছিল প্রথম ঘোষণা। এর কয়েক ঘণ্টা পর সত্যি সত্যিই যুদ্ধবিরতি কার্যকর হয়।

এরপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে বিভিন্ন সময়ে নিজের দাবির বারবার পুনরাবৃত্তি করেছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।

স্থানীয় সময় রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, রেডিও সঞ্চালক এবং লেখক চারলামাগনে দ্য গড তার সম্পর্কে কিছুই জানেন না, এমনকি এটাও না যে তিনি পাঁচটি যুদ্ধ থামিয়েছেন— যার মধ্যে ৩১ বছরের রক্তক্ষয়ী কঙ্গো-রুয়ান্ডা সংঘাতও রয়েছে, যাতে ৭০ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

ট্রাম্প আরও বলেন, “চারলামাগনে জানে না যে আমি ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি, খোলা সীমান্ত বন্ধ করেছি, কিংবা ইতিহাসের সেরা অর্থনীতি গড়েছি।”

এর একদিন আগেই নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা অনেকগুলো যুদ্ধ মিটিয়ে ফেলেছি... ভারত-পাকিস্তান একটা পারমাণবিক যুদ্ধের দিকে যাচ্ছিল— আমি সেটা থামিয়ে দিয়েছি। থাইল্যান্ড-কাম্বোডিয়া, কঙ্গো-রুয়ান্ডার মতো আরও কয়েকটা যুদ্ধও থামিয়েছি।”

তিনি আরও বলেন, “আমি বাণিজ্যের মাধ্যমে যুদ্ধ থামিয়েছি। আমি বলেছিলাম, ‘তোমরা যুদ্ধ করতে চাও, করো। কিন্তু আমরা কোনও বাণিজ্য চুক্তি করব না’। এরপরই তারা যুদ্ধ থামিয়ে দেয়। আমি মাসে গড়ে একটি করে যুদ্ধ থামিয়েছি। এতে লক্ষ লক্ষ প্রাণ রক্ষা পেয়েছে।”

গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা দেন, ১ আগস্ট থেকে ভারতের সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসবে। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল ও সামরিক সরঞ্জাম কেনার জন্য অতিরিক্ত জরিমানাও ধার্য করা হবে।

পাকিস্তানের জন্য শুল্ক নির্ধারণ করা হয়েছে ১৯ শতাংশ, যা আগের গত এপ্রিল মাসে ঘোষণা করা ২৯ শতাংশের চেয়ে কম। একই দিন ট্রাম্প জানান, পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিও সম্পন্ন হয়েছে এবং যুক্তরাষ্ট্র ইসলামাবাদের “বিশাল তেল সম্পদ” উন্নয়নে কাজ করবে।

হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প থাইল্যান্ড-কাম্বোডিয়া, ইসরায়েল-ইরান, রুয়ান্ডা-কঙ্গো, ভারত-পাকিস্তান, সার্বিয়া-কসোভো এবং মিসর-ইথিওপিয়ার মধ্যকার সংঘাত বন্ধ করে দিয়েছেন।

তিনি আরও বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ছয় মাসে মাসে অন্তত একটি করে শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি চুক্তি করিয়েছেন। তার ভাষায়, “এখনই সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার।”

এফপি\টিকে

Share this news on:

সর্বশেষ

img
চাকসু নির্বাচন : ১০ মিনিটে দিতে হবে ৪০ ভোট Oct 15, 2025
img
শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে কানাডার সহযোগিতা চাইলেন মেয়র Oct 15, 2025
img
জনগণ পিআর বোঝে না, এটি নির্বাচন বানচালের ষড়যন্ত্র : ওয়াহাব Oct 15, 2025
img
স্বর্ণ কিনবেন? জেনে নিন দেশে কত দামে বিক্রি হচ্ছে আজ Oct 15, 2025
img
মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা Oct 15, 2025
img
গাজার ফুটবল পুনর্গঠনে সহায়তার অঙ্গীকার ফিফা সভাপতির Oct 15, 2025
img
এখন আর ফ্যাসিবাদ আমলের দুঃশাসন নেই, তবুও কেন মানুষ অকালে ঝরছে: রিজভী Oct 15, 2025
img

বিশ্বকাপ বাছাই

মেরিনোর জোড়া গোল, বুলগেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিল স্পেন Oct 15, 2025
img

বিশ্বকাপ বাছাই

লাটভিয়াকে ৫-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকেট নিশ্চিত ইংল্যান্ডের Oct 15, 2025
img
ব্যর্থতার দায়ে বরখাস্ত সুইডেন কোচ Oct 15, 2025
সোচ্চারের জরিপে এগিয়ে থাকলো ছাত্রশিবির পিছয়ে ছাত্রদল Oct 15, 2025
img
বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান ১০০তম Oct 15, 2025
img
এল ক্লাসিকোয় অনিশ্চিত লেভানদোভস্কি Oct 15, 2025
মিরপুরের আগুনের ঘটনা নিয়ে যা বলছে ফায়ার সার্ভিস Oct 15, 2025
প্রটোকল ভঙ্গের অভিযোগে আলোচনায় প্রধান উপদেষ্টার রোম সাক্ষাৎ Oct 15, 2025
আ. লীগের মিছিলে অর্থ লেনদেন ঘিরে পুলিশের কড়া সতর্কতা Oct 15, 2025
ইন্দো–প্যাসিফিক অংশীদারিত্বে অস্ট্রেলিয়ার চোখ বাংলাদেশে Oct 15, 2025
সরকারের কাছে অনুরোধ, নিহত পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হোক: জামায়াতের আমির Oct 15, 2025
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষকদের দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি Oct 15, 2025
img
ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে প্রাণ গেল অন্তত ১৯ জনের Oct 15, 2025