আজ বুধবার (৬ আগস্ট) রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দফতর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
অর্থ উপদেষ্টার কর্মসূচি:
সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বেলা ১১টায় সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় তিনি অংশ নেবেন।
বেলা সোয়া ১১টায় তিনি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায়ও উপস্থিত থাকবেন।
বিএনপির কর্মসূচি:
বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি বের করা হবে। এর উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাবেক নৌবাহিনী প্রধান ও মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে ১২ দলীয় জোটের যোগদান অনুষ্ঠান রয়েছে।
জামায়াতের কর্মসূচি:
রাত ৮টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
পিএ/এসএন