খুলনা-চট্টগ্রাম মহাসড়কের মোল্লারহাট এলাকায় শ্রমিককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজি ও অটোরিকশা চালকরা।
আজ বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় এ অবরোধ শুরু হয়। বিক্ষুব্ধ চালকরা সড়কে টায়ার জ্বালিয়ে ও স্লোগান দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৪ আগস্ট) মোল্লারহাট বাজারের সিএনজিচালক ফারুক দেওয়ানকে একটি সংঘবদ্ধ দল জোরপূর্বক তুলে নিয়ে মারধর করে।
অভিযোগ রয়েছে, স্থানীয় জাকির মোল্লার নেতৃত্বে এই হামলা চালানো হয়। ফারুকের মুখে গামছা পেঁচিয়ে তাকে বেধড়ক পেটানো হয়, যার ফলে তার হাত-পা ভেঙে যায়। বর্তমানে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় পরিবহন শ্রমিকরা।
দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা এই সড়ক অবরোধ করেন। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হককে মুঠোফোনে পাওয়া যায়নি।
পিএ/এসএন