রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ‘জগাখিচুড়ি’ উল্লেখ করে ট্রাম্প বলেছেন, তার লক্ষ্য এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে টেনে বের করে আনা। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন ট্রাম্প।
মঙ্গলবারের ব্রিফিংয়ে একজন সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, ইউক্রেনের প্রশাসন ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত, যুদ্ধে ইউক্রেনের হাজার হাজার মানুষ মরছে, ষাটোর্ধ্ব বৃদ্ধদেরও জোর করে সেনাবাহিনীতে ঢোকানো হচ্ছে— এসব তথ্য জানা থাকার পরও ওয়াশিংটন কী কারণে কিয়েভকে সমরাস্ত্র ও সহায়তা অব্যাহত রেখেছে।
জবাবে ট্রাম্প বলেন, “আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। এটা বাইডেনের যুদ্ধ, আমার নয়। যখন এই যুদ্ধ শুরু হয়, তখন আমি ক্ষমতায় ছিলাম না। এখন আমার কাজ হলো যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধ থেকে বের করা। এটা আসলে একটা জগাখিচুড়ি এবং আমি এখান থেকে যুক্তরাষ্ট্রকে টেনে বের করার চেষ্টা করচি।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য গত জুলাই মাসে রাশিয়াকে ১২ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন ট্রাম্প। যদি এই সময়সীমার মধ্যে যুদ্ধ শেষ না হয়, তাহলে রাশিয়ার বিরুদ্ধে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি।
তবে রাশিয়া এই আল্টিমেটামকে আমলে নেয় নি। সম্প্রতি নিজের বিশেষ রাজনৈতিক দূত স্টিভ উইটকফকে মস্কো পাঠিয়েছেন ট্রাম্প। সেখানে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা আছে উইটকফের।
এফপি/ টিএ