জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম মাসুম বলেন, ‘গত ১৭ বছর আওয়ামী জাহেলিয়াতের মধ্যে ছিলাম। আওয়ামী দুঃশাসন আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। আল্লাহ তাআলা মজলুমদের ডাক শুনেছেন, যার কারণে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে জালিমদের হাত থেকে আমাদের মুক্তি দিয়েছেন।’
গতকাল বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীদের সংগঠন বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার উদ্যোগে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম মাসুম বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ছিল আমাদের। এর জন্য প্রয়োজনীয় সংস্কারের দাবিও ছিল। কিছু বিষয়ে সরকার ভূমিকা পালন করেছে।
আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার জনগণের দাবিকে সম্মান করে সংস্কারের পর একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। কিন্তু গতকাল প্রধান উপদেষ্টা গতকাল জুলাই ঘোষণাপত্রে সংস্কার বিষয়ক কিছুই উল্লেখ করেননি। গত ১৬ বছরে গুম-খুন, আয়নাঘরের বিষয়ে কিছুই উল্লেখ করেননি।’
তিনি আরও বলেন, ‘রমজানের আগে নির্বাচন আমীরে জামায়াতের দাবি ছিল।
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় স্বাগত জানাই। কিন্তু নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার তা পরিলক্ষিত হচ্ছে না। সরকারকে আশ্বস্ত করতে হবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করবে।’
এ ছাড়া বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জামায়াতে ইসলামের এমপি প্রার্থী ড. মোবারক হোসাইনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সরকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, সরকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন।
প্রগ্রাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল মুনতাকিম।
মতবিনিময়সভায় আরো বক্তব্য দেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান, তামিরুল মিল্লাত মাদরাসার অধ্যক্ষ মাওলানা হিফজুর রহমান, অধ্যক্ষ আব্দুল হান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা উত্তর জেলা সভাপতি গিয়াসউদ্দিন, বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, শায়েখ জামাল উদ্দিন, মেজর (অব.) মোস্তফা কামাল, অধ্যাপক হুমায়ুন কবির, বুড়িচং উপজেলা আমীর আব্দুল হাকিম, বুড়িচংয়ের সাবেক আমীর মফিজুল ইসলাম, মাওলানা আবুল হোসেন, অধ্যক্ষ আবু তাহের, ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, মুমিনুল ইসলাম, ডা. নজরুল ইসলাম প্রমুখ। এ সময় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেএন/এসএন