যা নিয়ে দর্শকরা এতদিন ধরে অপেক্ষায় ছিলেন, অবশেষে তার প্রথম ঝলক উন্মুক্ত হলো। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের মধ্যকার বহু প্রতীক্ষিত নাচের মুখোমুখি দৃশ্য ‘ওয়ার ২’-এর সেট থেকে প্রকাশ হয়েছে। গানটির নাম ‘জনাবে আলি’, আর এই টিজারে যা দেখা গেল, তা নিছক একটি নাচের দৃশ্য নয়, বরং দুই সুপারস্টারের গ্ল্যামার, গতি ও গম্ভীরতার এক বিস্ফোরক সংঘর্ষ।
এই ঝলক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় বইছে। বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রের দুই মহাতারকার এমন উচ্চমানের পারফর্মেন্স ভারতীয় সিনেমায় বিরল বলেই মনে করছেন ভক্তরা। কোরিওগ্রাফি, ক্যামেরার মুভমেন্ট, আলোকসজ্জা ও তাদের এক্সপ্রেশন, সবকিছুতেই আছে উচ্চমাত্রার শৈল্পিক ছোঁয়া।
‘জনাবে আলি’ শিরোনামে মুক্তি পাওয়া এই গানটি শুধু একটি নাচের দৃশ্য নয়, বরং পুরো সিনেমার জন্য এক আবেগময় এবং শক্তিশালী মুহূর্ত হিসেবেই দেখছেন নির্মাতারা। দুই তারকার চলাফেরা, চোখে চোখ রাখা এবং একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিটি মুহূর্ত দর্শকদের মনে উত্তেজনার ঢেউ তুলছে।
এই দৃশ্য এক নজরে বুঝিয়ে দেয়, ‘ওয়ার ২’ হতে যাচ্ছে ভারতীয় অ্যাকশন-থ্রিলার ঘরানার আরেকটি মাইলফলক। সিনেমাটি নিয়ে আগ্রহ ছিলই, আর এই টিজার সেই আগ্রহকে এক লাফে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
এমআর