বাংলা সিনেমাপ্রেমীদের জন্য সামনে অপেক্ষা করছে এক রোমাঞ্চকর সপ্তাহ। কারণ, একদিকে মুক্তি পেতে চলেছে টলিউডের বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’, যেখানে বহু বছর পর বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, আসছে ভারতের সর্ববৃহৎ অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায় ‘ওয়ার ২’, যেখানে মুখ্য ভূমিকায় আছেন বলিউড তারকা হৃতিক রোশন এবং দক্ষিণী মেগাস্টার জুনিয়র এনটিআর।
এই দুই ছবি ঘিরে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে চূড়ান্ত উত্তেজনা। লড়াই কেবল বক্স অফিস দখলের নয়, বরং বাংলা ছবির সম্মান, প্রেক্ষাগৃহে সমান অধিকার, এবং ভাষাভিত্তিক সংস্কৃতির অস্তিত্ব রক্ষার প্রশ্নেও পৌঁছে গেছে।
‘ওয়ার ২’ যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ষষ্ঠ ছবি। পূর্ববর্তী পাঁচটি ছবিই বাংলা অঞ্চলে অসাধারণ সাফল্য অর্জন করেছে। উল্লেখযোগ্যভাবে ‘পাঠান’ বাংলা বক্স অফিসে প্রায় ৩৫ কোটি টাকা আয় করেছিল। এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়, ওয়ার ও টাইগার ৩, সবগুলোই দর্শকের বিপুল সাড়া পেয়েছে।
তবে এই চাপের মাঝেই এগিয়ে আসছে ‘ধূমকেতু’। টলিউডের দর্শকদের জন্য এটি একটি আবেগঘন ছবি, বিশেষত দেব ও শুভশ্রীর দীর্ঘদিন পর একসাথে অভিনয় করার কারণে। ‘পরান যায় জালিয়া রে’, ‘খোকা ৪২০’, ‘খোকাবাবু’, ‘রোমিও’ ও ‘চ্যালেঞ্জ’, এই জুটির আগের ছবি সবগুলোই বাণিজ্যিক সফলতা পেয়েছে এবং বক্স অফিসে মিলেছে কোটি কোটি টাকার আয়।
চলচ্চিত্রপাড়ায় আরও উত্তেজনা তৈরি হয়েছে শো ভাগাভাগি নিয়ে। প্রেক্ষাগৃহে ‘ধূমকেতু’-কে প্রাইম টাইম শো না দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন অনেকেই।
দেব, প্রসেনজিৎ-সহ একাধিক শিল্পী বিষয়টি নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। তাদের মতে, বাংলা সিনেমা যদি নিজ রাজ্যে এমন অবহেলার শিকার হয়, তবে তার ভবিষ্যৎ আর কতটা নিরাপদ?
এই মুহূর্তে ‘ধূমকেতু’ শুধু একটি ছবি নয়, হয়ে উঠেছে বাংলা চলচ্চিত্র শিল্পের অস্তিত্ব ও আত্মমর্যাদার প্রতীক। একদিকে বলিউডের বিপুল বাজেট, প্রচারের ঝলকানি আর প্যান-ইন্ডিয়া তারকারা, অন্যদিকে বাংলার আবেগ, সংস্কৃতি ও নিজের ভাষার পক্ষে দাঁড়ানো এক চলচ্চিত্র।
দর্শকের টিকিটই এবার ঠিক করে দেবে কোন পক্ষ জিতবে, চকচকে প্রচার নাকি আবেগের টান। এই লড়াই রুদ্ধশ্বাস, আবেগঘন এবং ঐতিহাসিক হয়ে উঠতে চলেছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে।
এমআর