মৌসুম শুরুর আগেই গুরুতর ইনজুরিতে পড়েছেন লেভি কলউইল। যে কারণে বেশ বড় ধাক্কা খেয়েছে তার দল চেলসি। মাত্র ২২ বছর বয়সেই দলের অন্যতম ভরসার সেন্টার-ব্যাক হয়ে উঠেছিলেন তিনি। তবে দীর্ঘমেয়াদি ইনজুরির কারণে এই ইংলিশ ডিফেন্ডারের মৌসুম কার্যত শেষ হয়ে যেতে পারে। ফলে নতুন সেন্টার-ব্যাক প্রয়োজন হতে পারে ব্লুজদের।
বেশ কিছু গণমাধ্যম দাবি করেছে, চেলসি আপাতত নতুন সেন্টার-ব্যাক সই করানোর তাড়াহুড়ো দেখাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে এটি কেবল তাদের প্রকাশ্য অবস্থান, যেন ক্লাবটি সম্ভাব্য কোনো চুক্তিতে দর কষাকষির সুবিধা হারিয়ে না ফেলে। গ্রীষ্মকালজুড়ে মার্ক গুয়েহি, মারিও গিলা, জ্যারাড ব্রাথওয়েটদের মতো একাধিক ডিফেন্ডারের সঙ্গে ক্লাবটির নাম জড়ালেও কাউকে নেয়নি তারা।
এদিকে কলউইলের ইনজুরির পর নতুন ডিফেন্ডার আনার প্রয়োজনীয়তা আরো বেড়েছে। বিশেষ করে ব্লুজদের বর্তমান স্কোয়াডের খেলোয়াড়দের মধ্যেও ইনজুরি সমস্যার ইতিহাস রয়েছে। স্প্যানিশ গণমাধ্যম ফিচাহেস-এর দাবি, চেলসি নজর রাখছে বার্সেলোনার উরুগুইয়ান সেন্টার-ব্যাক রোনাল্ড আরাউহোর দিকে।
প্রায় ৫০ মিলিয়ন ইউরো পেলে আরাউহোকে ছাড়তে রাজি বার্সেলোনা। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইনজুরি ভোগান্তির কারণে আরাউহো আর কাতালান ক্লাবটির অগ্রাধিকারের তালিকায় নেই। এখন দেখার বিষয়, চেলসি সত্যিই আরাউহোর জন্য প্রস্তাব পাঠায় কি না। তবে সেক্ষেত্রেও ঝুঁকি থাকছে। কারণ আরাউহো নিজেও ইনজুরি-প্রবণ এক ডিফেন্ডার।
এমকে/টিএ