গত বছর সেপ্টেম্বরে এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে ফেলায় ২০২৪-২৫ মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে রদ্রিগো হার্নান্দেজকে। মাত্রই কিছুদিন আগে ব্যালন ডি'অর জেতা মিডফিল্ডারকে হারিয়ে মৌসুমজুড়ে ভুগেছে ম্যানচেস্টার সিটি। মৌসুমের শেষদিকে ফিরে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু নতুন মৌসুম যখন দ্বারপ্রান্তে ঠিক তখনই আবার রদ্রিকে নিয়ে দুঃসংবাদ দিলেন সিটির কোচ পেপ গার্দিওলা।
ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি নতুন করে চোটে পড়েছেন। ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী রদ্রি গত মৌসুমের শেষ থেকে দ্বিতীয় ম্যাচের আগে বোর্নমাউথের বিপক্ষে বদলি হিসেবে মাঠে ফেরেন। এরপর জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপেও গার্দিওলার স্কোয়াডে ছিলেন, শেষ ষোলোয় আল হিলালের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামলেও অতিরিক্ত সময়ের শুরুতে কুঁচকির সম্ভাব্য চোট নিয়ে মাঠ ছাড়েন।
সেই চোটের কারণেই নতুন মৌসুমের শুরুতে মাঠে নামা হচ্ছে না এই স্প্যানিশ মিডফিল্ডারের। সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির পরেই রদ্রি পুরোপুরি ফিট হবে মাঠে ফিরতে পারবেন বলে আশাবাদী ম্যানেজার পেপ গার্দিওলা।
গার্দিওলা এ প্রসঙ্গে বলেন, 'রদ্রি সেরে উঠছে, তবে আল-হিলালের বিপক্ষে শেষ ম্যাচে সে বড় চোট পেয়েছিল। শেষ কয়েকদিনে সে ভালোভাবে অনুশীলন করেছে। আশা করছি আন্তর্জাতিক বিরতির পর সে পুরোপুরি ফিট হবে।'
সিটি ১৬ আগস্ট উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করবে, এরপর সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির আগে তারা টটেনহ্যাম ও ব্রাইটনের মুখোমুখি হবে।
গার্দিওলা আরও বলেন, 'আশা করি এই ম্যাচগুলোতে সে কিছু মিনিট খেলতে পারবে, কিন্তু সবচেয়ে জরুরি হলো, সে যেন কোনো ব্যথা না পায়। আমরা চাই না রদ্রি আবার চোট নিয়ে ফিরে আসুক। আমরা সেটি এড়াতে মরিয়া চেষ্টা করব।'
'সে গত দুই সেশনে আমাদের সঙ্গে অনুশীলন করেছে, যা ভালো খবর, যোগ করেন গার্দিওলা।
এমকে/টিএ