মুম্বই : ভারতীয় দলের কোচ হিসেবে তাঁর ঝুলিতে সাফল্য তেমন কিছু নেই। গৌতম গম্ভীর হয়তো কয়েকদিনেই বুঝে গিয়েছেন, আইপিএল আর আন্তর্জাতিক ক্রিকেট আলাদা। সম্প্রতি ইংল্যান্ডে শেষ হওয়া টেস্ট সিরিজে ভারতীয় দল সিরিজ ২-২ তে ড্র করেছে। লিডস থেকে ওভাল পর্যন্ত প্লেয়িং ইলেভেন নিয়ে অনেক আলোচনা হয়েছে। ঠিক তেমন বারবার ফোকাসে এসেছে গম্ভীরের একের পর এক সিদ্ধান্ত।
নিউজ ১৮ হিন্দি-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রাক্তন নির্বাচক সাবা করিম বলেছেন, আমরা আমাদের ভুলের কারণে সিরিজ জিততে পারিনি। এই রকম ভুল গত বছর থেকেই হয়ে আসছে।
সাবা করিম মনে করেন, এখন সময় এসেছে লাল বল (টেস্ট) এবং সাদা বল (ওয়ানডে ও টি-২০) ফরম্যাটের কোচিংয়ের দায়িত্ব আলাদা করে দেওয়ার। তাঁর মতে, গৌতম গম্ভীরের সাদা বল ফরম্যাটে দুর্দান্ত রেকর্ড রয়েছে। ও সেটার দায়িত্ব নিতে পারে। কিন্তু লাল বলের জন্য নতুন কোচ নির্বাচন করা উচিত।
এমকে/টিএ