ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে শেষ বলের অবিশ্বাস্য ছক্কায় জয় ছিনিয়ে নিল আয়ারল্যান্ড নারী দল। শুক্রবারের এই ম্যাচে শেষ ওভারের টানটান উত্তেজনায় নায়িকা হয়ে উঠলেন দলের নম্বর ৮ ব্যাটার জেন ম্যাগুয়ার।
প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ২০ ওভারে ১৬৮/৬। মুনীবা আলি (৩৪), শাওয়াল জুলফিকার (২৮) এবং নাতালিয়া পেরভেজ (৩১) আক্রমণাত্মক ইনিংস খেলেন। আয়ারল্যান্ডের হয়ে কারা মারে ও লারা ম্যাকব্রাইড নেন ২টি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় আয়ারল্যান্ডের ভরসা ছিলেন অরলা প্রেন্ডারগাস্ট (৩৪ বলে ৫১) ও লরা ডেলানি (৪২)। শেষদিকে রেবেকা স্টোকেল ১৬ বলে অপরাজিত ৩৪ রান করলেও ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় শেষ বলেই চার রান প্রয়োজন, নতুন ব্যাটার ম্যাগুয়ার এগিয়ে এসে সাদিয়া ইকবালের ডেলিভারি মাথার ওপর দিয়ে পাঠালেন সোজা বাউন্ডারির বাইরে।
এটাই ম্যাগুয়ারের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ছক্কা। ম্যাচ শেষে তিনি মজার ছলে বললেন, ‘কখনো ভাবিনি আন্তর্জাতিক ম্যাচে ছক্কা মারব। বল উড়তে দেখে নিজেকেই অবাক লাগছিল।’
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল আয়ারল্যান্ড নারী দল। ফাইনাল ম্যাচ হবে আগামী রোববার একই ভেন্যুতে।
এমকে/টিকে