ধানের শীষে ভোট দিয়ে এদেশের মানুষ কখনও প্রতারিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল।
তিনি বলেন, ‘ধানের শীষ বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক, গণতন্ত্রে উত্তোরণ, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। ধানের শীষে ভোট দিয়ে এদেশের মানুষ প্রতারিত হয়নি। বিএনপি বরাবরই সাধারণ মানুষের ভোটের মর্যাদা রেখেছে তেমনি আবার প্রয়োজনে ভোটাধিকার ফিরে পেতে জীবন দিয়ে সংগ্রহ করেছে। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন।’
শনিবার (৯ আগস্ট) বিকেলে হাটহাজারীর কাপ্তাই সড়কের হাজীর ঘাটা চত্বরে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন তিনি।
কেন্দ্র ঘোষিত সদস্য ফরম পূরণ ও নবায়ন কর্মসূচি পালন উপলক্ষে হাটহাজারী উপজেলাধীন ১৩নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন ১৪নং শিকারপুর ও ১৫নং বুড়িশ্চরসহ ৩ (তিন) ইউনিয়ন বিএনপি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে ব্যারিস্টার হেলাল বলেন, ‘গত দেড়দশক ধরে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী নানা কায়দায় দেশে নির্বাচন নির্বাচন খেলেছে। এ অপশক্তিকে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে অতীতে যেভাবে ছিনিমিনি খেলেছে তা আর কোনোদিন এই মাটিতে হতে দেওয়া হবে না।’
সমাবেশে সভাপতিত্ব করেন ১৫ নং শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নুর খান।
দক্ষিণ মাদার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান বাদশা, শিকারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফারুক, বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিনের যৌথ সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুর মোহাম্মদ, উত্তর জেলা বিএনপির সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকের হোসেন, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন, হাটহাজারী উপজেলা উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, বিএনপি নেতা আইয়ুব খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা বেগম, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান সদস্য সচিব নুরুল কবির, কামরুদ্দিন নাহিদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইমরান চৌধুরী, পৌরসভার সভাপতি ইলিয়াস মেহেদী সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির মেম্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ কামাল উদ্দিন, বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।
সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলাল তিন ইউনিয়নের নেতাদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্য ফরম ও নবায়ন ফরম তুলে দেন।