স্বৈরাচারী শাসন অবসানের পর নতুন পথে হাঁটছে বাংলাদেশ : আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরের স্বৈরাচারী শাসনের অবসানে বাংলাদেশ নতুন পথে হাঁটছে। এখন সময় এসেছে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার, যাতে ভবিষ্যতে দেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচারের জন্ম না হয়।

শনিবার (৯ আগস্ট) দুপুরে মিরপুর সাড়ে এগারোর রংধনু কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে রূপনগর থানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী ফেব্রুয়ারিতে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, যেখানে জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করে একটি জনগণের সরকার গড়ে তুলবে।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানো হবে। ক্লাস ফোর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজির সঙ্গে তৃতীয় ও চতুর্থ ভাষা হিসেবে আরবি, জার্মান, ফরাসি বা স্প্যানিশ শেখানোর উদ্যোগ নেওয়া হবে।

বইয়ের মান ও দামের প্রসঙ্গে তিনি জানান, অতীতে নিম্নমানের পাঠ্যপুস্তক উচ্চমূল্যে বিক্রি হলেও এখন দাম অর্ধেকে নেমে এসেছে এবং মানোন্নয়ন করা হয়েছে, যা অভিভাবকদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

শিক্ষায় বৈষম্যের সমালোচনা করে তিনি বলেন, সরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা একই দেশের সন্তান। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পেলেও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পায় না- এটি অযৌক্তিক। বিএনপি ক্ষমতায় গেলে এই বৈষম্য দূর করা হবে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তিনি দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও কারাবাস করেছেন এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন বিকেএ চেয়ারম্যান ড. এলএম কামরুজ্জামান, বিশেষ অতিথি বিকেএ মহাসচিব জয়নুল আবেদীন জয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, বিকেএ ভাইস চেয়ারম্যান হামিদুুল ইসলাম মিন্টু, বিকেএ সিনিয়র যুগ্ম মহাসচিব এটিএম অলিউল হাসানাত তুহিন, বিকেএ সাংগঠনিক সচিব আলমগীর হোসেন হেলাল, বিকেএ শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, রূপনগর থানা বিএনপি সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বিকেলে সোনালি অতীতের খোঁজে হিল্লোল-এর আয়োজনে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ২৫-এর ফাইনাল খেলা মিলন ফুটবল একাডেমি ও শহীদ বাগ ফুটবল একাডেমির মধ্যে মধ্যকার খেলায় মিলন ফুটবল একাডেমি ২-০ গোলে জয়ী হয়। গোলদাতা মিলন ও খলিল।

 সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হকও এ খেলায় অংশ নেন।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক Oct 03, 2025
img
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত‍্যুতে প্রধান উপদেষ্টার শোক Oct 03, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Oct 03, 2025
ইউক্রেনের টমাহক চাওয়ায় রাশিয়ার রেডলাইন শঙ্কা Oct 03, 2025
অবরুদ্ধ গাজা নৌবহর আটক, ইসরায়েল নিশ্চিত নিরাপত্তা Oct 03, 2025
img
এদেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নাই : সেলিমুজ্জামান Oct 03, 2025
চীনের সঙ্গে বৈঠক ঠিক করতে বাইডেনকে আক্রমণ ট্রাম্পের Oct 03, 2025
সুমুদ ফ্লোটিলা থেকে শহিদুল আলমের পোস্ট, চাইলেন ক্ষমা Oct 03, 2025
গাজামুখী ফ্লোটিলার যাত্রা গাজায় পৌঁছাতে পারেনি: ইসরায়েল Oct 03, 2025
শাপলা প্রতীক বাদ, এনসিপিকে থালা-হাঁস-বেগুনসহ ৫০ প্রতীকের অপশন দিলো ইসি Oct 03, 2025
img
শুক্রবার বিক্ষোভ মিছিলের ঘোষণা ইসলামী আন্দোলনের Oct 03, 2025
একটি ছাড়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব জাহাজ আটক, গ্রেফতার ৩১৭ স্বেচ্ছাসেবী Oct 03, 2025
পূজার ছুটিতে অস্বাভাবিক রাজধানীর সবজির বাজার Oct 03, 2025
জামায়াত রাজাকারের বংশধর, ভোট পাবে ৬ শতাংশ: ফজলুর রহমান Oct 03, 2025
৫ই আগস্টের পর কি দেশের মানুষ সব ফেরেস্তা হয়ে গেছে? : ব্যারিস্টার ফুয়াদ Oct 03, 2025
কাজ ও মাতৃত্বের ভারসাম্যে নিজ জীবনের গল্প শোনালেন রানী মুখার্জি Oct 03, 2025
ইনজুরি কাটিয়ে সেরা ছন্দে না থাকলেও বর্ষসেরা বেলিংহ্যাম Oct 03, 2025
img
গাজামুখী নৌবহরে অসুস্থ অনুভব করছেন শহিদুল আলম Oct 03, 2025
img
বাংলাদেশে সব ধর্মই মর্যাদা ও সম্মানের সঙ্গে পালন করা সম্ভব: প্রেস সচিব Oct 03, 2025
img
গাজার খুব কাছাকাছি চলে এসেছি: শহিদুল আলম Oct 03, 2025