স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন ভালো হলে লোকে আমার প্রশংসা করবে। দায় কেন আসবে? আমি এরকমভাবে একটা নির্বাচন করে যেতে চাচ্ছি, যাতে লোকজন প্রশংসা করেন। দেখা হলে যেন বলেন, ভাই কেমন আছেন। আপনারা যেন মুখ ঘুরিয়ে না নেন, সেটাই চাচ্ছি।
আজ রোববার (১০ আগস্ট) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
নির্বাচনী বাজেট নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে বাজেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয় না। বাজেট ইলেকশন কমিশন দেবে। আর খরচের জন্য ইসি আমাদের কিছু টাকা দেবে।
গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরের ঘটনা খুবই দুঃখজনক। এই ধরনের ঘটনা ঘটুক কেউ এটা চিন্তাও করতে পারে না। যে জীবন চলে গেল তার তো আর ক্ষতিপূরণ সম্ভব না।
বেশিরভাগ অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। শাস্তি যাতে ভালোভাবে পায় যত ব্যবস্থা নেওয়ার করবো।
মামলার চার্জশিটের বিষয়ে তিনি বলেন, আমরা চার্জশিট যত দ্রুত দেওয়া সম্ভব দিয়ে দেবো।
৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের যে হাতিয়ারগুলো হারিয়ে গেছে তা উদ্ধারে আমরা সার্কুলার দেবো। একটা প্রাইজ ডিক্লেয়ার করা হবে। যে ইনফরমেশন দিতে পারবে, তাকে আমরা কত টাকা দিতে পারি নিজেদের মধ্যে একটা কমিটি করে দুই-চারদিনের মধ্যে সার্কুলার দিয়ে দিবো। কেউ যদি খবর দিতে পারে ওই পুরস্কারটা সে পাবে।
এমকে/টিকে