বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটা রেস্টুরেন্টের লাইসেন্স নিতে ১৯টি অনুমতি লাগে। এদেশে বিনিয়োগ করবে কে? সিরিয়াস ডি-রেগুলেশন না করলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে না। অর্থনীতি ঠিক হবে না।
রোববার (১০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বিদ্যমান চ্যালেঞ্জ উত্তরণে সরকারের নেয়া পদক্ষেপের বিপরীতে সফলতা-ব্যর্থতা নিয়ে সিপিডি’র সংলাপে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেছেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাচ্ছে। নির্বাচন না হলে অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট হবে।
তিনি বলেন, যারা মানিলন্ডারিং করেছে তারা তো পালিয়েই গেছে। আর যারা দেশে আছে তাদের কাছে টাকা নেই। তাহলে নতুন করে মানিলন্ডারিং করবে কে? এজন্যই দেশে মানিলন্ডারিং বন্ধ হয়েছে।
বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করতে সরকারের পুরো ব্যবস্থা ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দেন বিএনপির এই নেতা।
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের ধৈর্য নাই। তাই জনগণের ভোটে নির্বাচিত হলে দায়িত্ব নেয়ার দিন থেকেই কাজ শুরু করবে বিএনপি। ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
এফপি/ টিএ