গত বছরের ৫ আগস্টের ছাত্রজনতার অভ্যুত্থানের পর ভারতে একাধিক কারণে বাংলাদেশীদের জন্য করাকরি আরোপ করা হয়, যার ফলে ভিসা প্রদানে ব্যাপক সংকট দেখা দেয়। বিশেষ করে বাংলাদেশী পর্যটক এবং রোগীদের ভারত যাত্রায় ব্যাপক ধস নামে, যার ফলে উভয় দেশের ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ে।
তবে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, বাংলাদেশী নাগরিকদের জন্য মেডিকেল ভিসা প্রদানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হবে। এই সিদ্ধান্ত থেকে নতুন করে আশা জন্মিয়েছে দুই দেশের মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে।
ভারতের চিকিৎসা খাতের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা বলেন, “আমাদের এক বছর ধরে ব্যাপক ক্ষতি হয়েছে, রোগীর সংখ্যা ৬০ শতাংশ কমে গেছে। এখন মেডিকেল ভিসার সংখ্যা বাড়ার ফলে রোগীর আগমন বাড়বে বলে আশা করা হচ্ছে।”
বাংলাদেশ থেকে ভারতের তিনটি গাড়ি প্রায় পূর্ণ ভরে রোগী আসছেন, যা পুরনো দিনের ব্যবসায়িক পরিস্থিতি ফিরিয়ে আনার সূচনা বলে ব্যবসায়ীরা মনে করছেন।
দু'দেশের মানুষের কাছে ধর্ম, রাজনীতি ও বিতর্কের বাইরে গিয়ে সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন সংশ্লিষ্টরা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। এই পদক্ষেপে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছানোর প্রত্যাশা করা হচ্ছে।
কেএন/এসএন