রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ। রোববার (১০ আগস্ট) সংশ্লিষ্ট মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার (৯ আগস্ট) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তাররা হলেন, রাহুল (১৮), জয়নাল ঝনু (৪৫), সোহেল (১৮), শান্ত (২২), জাহিদ হাসান (৩৫), সজিব (৩৮), লিটন (৩৫), রনি (৩২), আবদুল মালেক মুন্না (২৪), শুক্কর আলী (২১), শাকিল (২২), হাজেরা বেগম (৫৫), ইউসুফ আলী (৬৬) ও শামীম (২২)।
এছাড়াও আদাবর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তাররা হলেন, রোহান (২০), মো. পায়েল (২০), মোহাম্মদ হোসাইন (২০), মো. নাসির (২৫), জহিরুল দ্বীন ইসলাম (২৮), মো. পলাশ (২২), মো. তামিম (১৯), মো. শহিদুল ইসলাম (২৮), মো. শান্ত (২২) ও মো. টিপু (৩৬)।
মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারদের মধ্যে দ্রুত বিচার আইন ছাড়াও ওয়ারেন্টভুক্ত আসামি, ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত আসামি রয়েছে।
কেএন/এসএন