মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে ট্যামি ব্রুসকে মনোনীত করেছে। ব্রুস বর্তমানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ রোববার (১০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমি ট্যামি ব্রুসকে— যিনি একজন মহান দেশপ্রেমিক, টেলিভিশন ব্যক্তিত্ব এবং বেস্টসেলিং লেখক— তাকে আমাদের পরবর্তী জাতিসংঘের উপ-প্রতিনিধি (অ্যাম্বাসেডর পদমর্যাদাসহ) হিসেবে মনোনীত করছি।’
ট্রাম্প তাকে অভিনন্দন জানিয়ে বলেন, স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে তিনি অসাধারণ কাজ করেছেন এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের হয়ে চমৎকারভাবে দায়িত্ব পালন করবেন।
মনোনয়নের পর ব্রুস সামাজিক যোগাযোগমাধ্যমে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প! যুক্তরাষ্ট্রের উপ-প্রতিনিধি হিসেবে আমাকে মনোনীত করার জন্য প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞ। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে কাজ করা আমার জন্য গর্বের বিষয় ছিলো। এখন নতুন এই পদে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বমঞ্চে ‘আমেরিকা ফার্স্ট’ নেতৃত্ব ও মূল্যবোধ এগিয়ে নিতে পারা হবে আমার জন্য আশীর্বাদ।’
ট্যামি ব্রুস কে?
ট্যামি ব্রুস একজন সাবেক রক্ষণশীল রেডিও উপস্থাপক, লেখক এবং রাজনৈতিক ভাষ্যকার। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকেই তিনি স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া ব্রুস ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ২০২২ সালে লগ কেবিন রিপাবলিকানস থেকে ‘স্পিরিট অব লিংকন অ্যাওয়ার্ড’ পান তিনি। ব্রুস দুই দশকেরও বেশি সময় ধরে ফক্স নিউজে রাজনৈতিক বিশ্লেষক ও ভাষ্যকার হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি একাধিক বই লিখেছেন, যেখানে তিনি উদারপন্থি ও বামঘেঁষা মতাদর্শের সমালোচনা করে আসছেন।
এফপি/ টিএ