বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দিনের ভোট রাতে হবে না। এ জন্য আমরা ১৬টি বছর আন্দোলন করেছি। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। ৩১ দফা বাস্তবায়ন হলে মানুষের কথা বলার অধিকার থাকবে। নারীদের অধিকার নিশ্চিত হবে। বাংলাদেশের অর্ধেক নারী। আমাদের দেশের নারীরা পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। নারীরা দেশ গড়ার মূল কারিগর। দেশের নারীরা এখন অনেক সচেতন। মিথ্যা কিছু বলে তাদের বোঝানো যাবে না।
রোববার বিকেলে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস। এছাড়া বক্তব্য রাখেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যশোর জেলা মহিলা দলের সহ-সভাপতি নুরুন্নাহার নুরি, যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা, উপজেলা মহিলা দল নেত্রী নাজমা পারভিন প্রমুখসহ অনেকে। এ সময় সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ ইউনিয়নের শত শত নারী কর্মীরা উপস্থিত ছিলেন।
ইউটি/টিএ