গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আল জাজিরার ৫ সাংবাদিকের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ৫ সাংবাদিক নিহত হয়েছেন। ভূখণ্ডটির গাজা সিটিতে আল-শিফা হাসপাতালের কাছে হওয়া ইসরায়েলি হামলায় তারা প্রাণ হারান।

আল জাজিরা এই ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, গাজা সিটিতে আল-শিফা হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি।

আল জাজিরার তথ্য অনুযায়ী, নিহতরা হচ্ছেন- প্রতিবেদক আনাস আল-শরীফ ও মোহাম্মদ কুরাইকেহ এবং ক্যামেরাপার্সন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া। তারা হাসপাতালের প্রধান ফটকের সামনে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে ছিলেন। সেটিকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায় এবং তারা নিহত হন।

আল জাজিরা এক বিবৃতিতে এ ঘটনাকে সাংবাদিকতার স্বাধীনতার ওপর পরিকল্পিত ও প্রকাশ্য হামলা এবং টার্গেটেড অ্যাসাসিনেশন হিসেবে আখ্যা দিয়েছে।

এদিকে হামলার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) টেলিগ্রামে জানায়, তারা আনাস আল-শরীফকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আইডিএফের দাবি, তিনি হামাসের একটি সশস্ত্র সেলের প্রধান ছিলেন। তবে নিহত বাকি চার সাংবাদিকের বিষয়ে তারা কিছু জানায়নি।

আল জাজিরার হিসাবে, এই হামলায় মোট সাতজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তারা চার সাংবাদিক নিহত হওয়ার কথা জানালেও কয়েক ঘণ্টা পর তা সংশোধন করে পাঁচজন বলে জানায়।

বিবিসিকে আল জাজিরার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ মোয়াওয়াদ জানান, আল-শরীফ একজন অনুমোদিত সাংবাদিক ছিলেন এবং গাজায় চলমান পরিস্থিতি বিশ্ববাসীর কাছে তুলে ধরার একমাত্র কণ্ঠ ছিলেন তিনি।

তিনি বলেন, “তারা ফ্রন্টলাইনে ছিলেন না, সাংবাদিকদের তাঁবুতেই ছিলেন। ইসরায়েলি সরকার গাজার ভেতরের সংবাদ কাভারেজ বন্ধ করতে চায়—এটি তারই প্রমাণ। আধুনিক ইতিহাসে এমন কিছু আমি দেখিনি।”

২৮ বছর বয়সী আল-শরীফ মৃত্যুর মুহূর্তের কিছু আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) গাজা সিটিতে তীব্র ইসরায়েলি গোলাবর্ষণের কথা পোস্ট করছিলেন। মৃত্যুর পর তার এক বন্ধুর মাধ্যমে একটি পূর্বলিখিত পোস্টও প্রকাশিত হয়।

হামলার পরের দৃশ্যের দুটি ভিডিও বিবিসি যাচাই করে নিশ্চিত করেছে। এতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নিহতদের মরদেহ বহন করছেন। কেউ কেউ মোহাম্মদ কুরাইকেহর নাম ডাকছেন, আর একজন মিডিয়া ভেস্ট পরিহিত ব্যক্তি জানাচ্ছেন, নিহতদের মধ্যে একজন আনাস আল-শরীফ।

আইডিএফের অভিযোগ, আল-শরীফ সাংবাদিক সেজে কাজ করছিলেন এবং ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের ওপর রকেট হামলা পরিচালনায় যুক্ত ছিলেন। সেনাবাহিনীর দাবি, তার সামরিক সংশ্লিষ্টতার প্রমাণস্বরূপ তারা আগেই গোয়েন্দা তথ্য প্রকাশ করেছিল, যাতে ‘সন্ত্রাসী প্রশিক্ষণ কোর্সের তালিকাও’ অন্তর্ভুক্ত ছিল।

আইডিএফ জানায়, হামলার আগে বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর জন্য নির্ভুল অস্ত্র, আকাশ থেকে নজরদারি এবং অতিরিক্ত গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়।

গত মাসে আল জাজিরা, জাতিসংঘ এবং কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) আলাদা বিবৃতিতে আল-শরীফের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছিল। আল জাজিরা অভিযোগ করেছে, গাজায় তাদের সাংবাদিকদের লক্ষ্য করে আইডিএফ ধারাবাহিকভাবে ‘উসকানিমূলক প্রচারণা’ চালিয়েছে, যা সাংবাদিকদের সরাসরি টার্গেট করার যুক্তি তৈরির চেষ্টা।

সিপিজের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত ১৮৬ জন সাংবাদিক নিহত হয়েছেন।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
‘তাণ্ডব’ ছবির আরমান মনসুর চরিত্র নিয়ে সিয়ামের আলোচনা Aug 11, 2025
img
চানখারপুলে ৬ হত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ Aug 11, 2025
img
বার্সা তারকা ইয়ামালের সঙ্গে এবার আর্জেন্টাইন র‍্যাপারের প্রেমের গুঞ্জন! Aug 11, 2025
img
কঠোর পরিশ্রমে সামান্থা আজ কোটি টাকার মালিক Aug 11, 2025
img
আমি কোনো লাইভ করিনি, কান্নার তো প্রশ্ন আসে না : মাসুদ কামাল Aug 11, 2025
img
সনুর মেকআপ রুমে দিব্যা দত্তকে নিয়ে এক স্মরণীয় মুহূর্ত Aug 11, 2025
img
মেসির মায়ামিকে এক হালি গোল দিলো অরল্যান্ডো Aug 11, 2025
img
রড ডাকাতির মামলায় যুবদলকর্মী আজীবন বহিষ্কার Aug 11, 2025
img
ওটিটিতে বাংলায় আসছে 'কুরুলুস ওসমান' সিজন ৬ Aug 11, 2025
img
এখনই কেউ বিনিয়োগে আগ্রহী হবেন, এমন প্রত্যাশা পুরোপুরি কাল্পনিক: গভর্নর Aug 11, 2025
img
রাজধানীর পল্লবীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Aug 11, 2025
img
মদ্রিচের মিলানকে ৪-১ গোলে হারাল চেলসি Aug 11, 2025
img
আগামী কয়েক দিনের মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া Aug 11, 2025
img
‘ভারতের উত্থান সহ্য করতে পারছেন না সবার বস’, ট্রাম্পকে কটাক্ষ রাজনাথের Aug 11, 2025
img
ওভালে কিউরেটরের সঙ্গে গৌতম গম্ভীরের আচরণে কড়া সমালোচনা ম্যাথু হেইডেনের Aug 11, 2025
img
লিভারপুলকে হারিয়ে প্রথমবারের মতো কমিউনিটি শিল্ড ট্রফি জিতল ক্রিস্টাল প্যালেস Aug 11, 2025
img
তুমি যেই হও না কেন আমার ফেসবুকে ঢোকার বৃথা চেষ্টা করছো : সৃজিত মুখার্জি Aug 11, 2025
img
৩ দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস Aug 11, 2025
img
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ Aug 11, 2025
img
ওয়াশিংটন থেকে গৃহহীনদের উচ্ছেদের ঘোষণা দিলেন ট্রাম্প Aug 11, 2025