'প্রেশার দিয়ে দেখো ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না'

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার নতুন কমিটির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে আবারও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে ৫ লাখ টাকা চাওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও।


এতে আন্দোলন বন্ধের বিনিময়ে টাকা নিতে পরামর্শ দিতে শোনা যায় তাকে।


এর আগেও বড় অঙ্কের চাঁদাবাজি ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি।

নিজাম উদ্দিন দাবি করেছেন, এটি পুরোনো ভিডিও।

এনসিপি নেতারা জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে ব্যাখ্যা চাইবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও আপলোড করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম লেখেন, সাইফপাওয়ার টেকবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন, এটা শুধু দুর্নীতিই নয়, এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।

ফেসবুকে ছড়িয়ে পড়া দেড় মিনিটের ওই ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামে একজনকে নিজাম উদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কলে কথা বলতে দেখা যায়, যেটি অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয়।

শুরুতে আফতাব হোসেন বলেন, ‘যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কী করব?’ 

জবাবে নিজাম উদ্দিন বলেন, ‘আন্দোলন বন্ধ করাব। তোমারে দিছে, টাকা দিছে?’

এ পাশ থেকে ‘হ্যাঁ’ জবাব দেন আফতাব।

কত লাখ টাকা দেওয়া হয়েছে এমন প্রশ্নে আফতাব বলেন ‘পাঁচ’।

এরপর নিজাম উদ্দিনকে বলতে শোনা যায় ‘আরও বেশি নিতা প্রেশার দিয়ে…তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কি না, নিতে পারলে ওদেরকে আমি এনে, রোহান, মীরদেরকে এসে কিছু দিয়ে দিলাম।’

অভিযোগের বিষয়ে নিজাম উদ্দিন বলেন, পুরোনো ভিডিও ছড়িয়ে আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এগুলো পরিকল্পিত।

এনসিপি চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থেকে তাকে একবার বহিষ্কার করা হয়েছিল। জবাব সন্তোষজনক হওয়ায় তার পদ ফিরিয়ে দেওয়া হয়েছিল। এখন যেহেতু অভিযোগ উঠেছে, আমরা তার কাছে ব্যাখ্যা চাইব।

এর আগে গত ৫ জুলাই নিজামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছেন রিয়াজুল জান্নাত নামের এক নারী।

চিঠিতে ওই নারী উল্লেখ করেন, দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন নিজাম উদ্দিন। এরপর নিজামকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে কিছুদিন তাকে আবার দলে ভেড়ানো হয়েছে।

সবশেষ ৯ আগস্ট এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন ও এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। ৩২ সদস্যের ওই কমিটিতে নিজামকে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়।

এমআর/টিকে 


Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানের বিমান ধ্বংস নিয়ে ভারতের দাবি আসলে ‘মনে মনে সুখ’ Aug 11, 2025
img
রোহিত-কোহলিদের ‘এ’ দলে দেখতে চায় ভারতীয় বোর্ড Aug 11, 2025
img
জুলাই গণহত্যাকারীদের কেউই ছাড় পাবে না : চিফ প্রসিকিউটর Aug 11, 2025
img
নতুন ভিডিও পোস্ট করে কী বার্তা দিলেন অপু বিশ্বাস? Aug 11, 2025
img
মরে যাওয়া ব্যাংকগুলো বাঁচাতে টাকা ঢালছেন কেন : বিটিএমএ সভাপতি Aug 11, 2025
img
৩ দিনের সফরে মালয়েশিয়ার উদ্দ্যেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Aug 11, 2025
img
আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি : জয়া আহসান Aug 11, 2025
img
পাকিস্তানের বিমান ধ্বংস নিয়ে ভারতের দাবি আসলে ‘মনে মনে সুখ’, বললেন চীনা বিশেষজ্ঞ Aug 11, 2025
img
ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Aug 11, 2025
বাংলাদেশ থেকেও দেখা যাবে উল্কা বৃষ্টি Aug 11, 2025
খাওয়ার জায়গা নাই, তবু ফাইভস্টারে সফর- ফজলুর রহমান Aug 11, 2025
৪৫৬ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ড আছড়ে পড়ল আমেরিকায় Aug 11, 2025
এমা থম্পসনের জীবনের মজার মোড়, ট্রাম্পের ডেটিং প্রস্তাব! Aug 11, 2025
img
কেজিপ্রতি পেয়াজের দাম বেড়েছে ৩৫ টাকা Aug 11, 2025
ঘুমের আগে যে কাজ ভুলে যাওয়া অনুচিত Aug 11, 2025
img
দেশের প্রথম এআই বন্ধু 'মনতরঙ্গ'- এর আত্নপ্রকাশ Aug 11, 2025
img
নির্বাচনকে কেন্দ্র করে ৮০ হাজার সেনাবাহিনীর সদস্য মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Aug 11, 2025
img
লিভারপুলের নতুন তারকা ভার্টজ হলেন জার্মানির বর্ষসেরা ফুটবলার Aug 11, 2025
img
প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি দেবে মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটি Aug 11, 2025
img
দেশে বর্তমান আইনশৃঙ্খলার পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব : স্বরাষ্ট্র উপদেষ্টা Aug 11, 2025