গত মে মাসে দুই দশকের মধ্যে প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে একটি ওয়ানডে জিতে ফের নয়ে ওঠে টাইগাররা। কিন্তু জায়গা ধরে রাখতে পারলো না বাংলাদেশ। টানা টি-টোয়েন্টি খেলার মধ্যে থাকা টাইগারদের ওয়ানডেতে অবনতি হলো ফের।
সোমবার (১১ আগস্ট) হালনাগাদকৃত ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। নয় থেকে ফের ১০–এ নেমে গেছে মেহেদী হাসান মিরাজের দল।
শ্রীলঙ্কা সিরিজের পর আর কোনো ওয়ানডে কেহ্লার আগেই র্যাঙ্কিংয়ে অবনতি হলো বাংলাদেশের। টাইগারদের কপাল পুড়েছে মূলত পাকিস্তানের হারে। দশে থাকা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে দেয়ায় এক ধাপ এগিয়ে নয়ে উঠে গেছে। আর ম্যাচ হেরে এক ধাপ অবনমন হয়েছে পাকিস্তানেরও। তাদের পাঁচে ঠেলে চারে উঠে গেছে শ্রীলঙ্কা।
এমকে/টিকে