গতকালই কথাটা ছড়িয়েছে। ভারত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে নাকি রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বাদ দিয়ে পরিকল্পনা সাজাতে চায়। সে জন্য অক্টোবরে অস্ট্রেলিয়া সফরেই ইতি ঘটতে হতে পারে তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের।
গতকালের দৈনিক জাগরণের ওই প্রতিবেদনে বলা হয়েছিল, রোহিত-কোহলি যদি একান্তই দলের সঙ্গে থাকতে চান, তবে তাদের খেলতে হবে ডিসেম্বরের ওয়ানডে ফরম্যাটের ঘরোয়া প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে- বিসিসিআইয়ের এমনই চিন্তা-ভাবনা। ইংল্যান্ড সফরে যাওয়ার আগেও সব ক্রিকেটারদের জন্য প্রায় একই রকম একটা নিয়ম চালু করেছিল বোর্ড। যার ফলস্বরূপ দিল্লির হয়ে বিরাট রঞ্জি ট্রফিতে খেলেছেন ১২ বছর পর, রোহিত মুম্বাইয়ের প্রতিনিধিত্ব করেন ১০ বছর পর।
আজ দেশটির বার্তা সংস্থা পিটিআই জানাল কিছুটা ভিন্ন কথা, দুই পরীক্ষিত ক্রিকেটারের অবসরের ব্যাপারে নাকি বোর্ডের তাড়াহুড়া নেই। দুজনই ক্রিকেটের অন্য দুটি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, টি-২০ থেকে অবসর নিয়েছিলেন গত বছর বিশ্বকাপ জিতে, টেস্ট থেকে অবসর নেন আইপিএল চলাকালে। বাকি আছে এক ওয়ানডে ফরম্যাট। এই ফরম্যাটে ভারতের পরবর্তী সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৯ অক্টোবর প্রথম, ২৩ অক্টোবর দ্বিতীয় ও ২৫ অক্টোবর হবে তৃতীয় ম্যাচ।
টিম ইন্ডিয়া সফরে যাওয়ার আগে তিনটি ওয়ানডে খেলার জন্য অস্ট্রেলিয়া ‘এ’ দল জ্যাক ফ্রেসার ম্যাকগার্কদের নিয়ে ভারতে আসবে। ৩০ সেপ্টেম্বর হবে দুই ‘এ’ দলের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচ, পরের দুটি ৩ ও ৫ অক্টোবর। তিনটি ম্যাচই হবে কানপুরে। পিটিআই জানিয়েছে, বোর্ড চায় রোহিত-কোহলি অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে ‘এ’ দলের হয়ে এই সিরিজে খেলুক। ‘এ’ দলে খেলতে দেখা যায় মূলত জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের।
‘এ’ দলের এই তিন ম্যাচকে রোহিত-কোহলিদের প্রস্ততির অংশ হিসেবে দেখছে বোর্ড। দুজনই সবশেষ ওয়ানডে খেলেছিলেন গত মার্চে—নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। শিরোপা জেতার ম্যাচে ৮৩ বলে রোহিত ৭৬ ও ২ বলে কোহলি ১ রান করেন।
এমকে/টিকে