প্লট দুর্নীতি: হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় দুদকের করা পৃথক তিন মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

সোমবার (১১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তিন মামলায় বাদীদের জবানবন্দি রেকর্ড করেন।

সাক্ষ্য দেওয়া ব্যক্তিরা হলেন—শেখ হাসিনাসহ ১২ জনের মামলার বাদী দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন, পুতুলসহ ১৮ জনের মামলার বাদী দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও জয়সহ ১৭ জনের মামলার বাদী দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।

সাক্ষীরা বলেন, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করেন। ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পে তাদের প্লট বরাদ্দ দেওয়া হয়। পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হওয়ার উদ্দেশ্যে অন্য আসামিরা সহযোগিতা করেছেন।

আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৬ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

সাক্ষ্যগ্রহণে সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ সুলতান মাহমুদ ও দেলোয়ার জাহান রুমি উপস্থিত ছিলেন।

এর আগে গত ২২ জুলাই এই তিন মামলাসহ মোট ৬টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তাদের ছেলেমেয়েদের বিচার শুরু হয়। আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক আসামি হিসেবে রয়েছেন।

এসব মামলার অন্য আসামিরা হলেন—জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মো. হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৬১/১৬৩/১৬৪/৪০৯/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারার অভিযোগ আনা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে দুদক জানতে পারে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর সড়কের আশপাশের এলাকায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তার ছেলে-মেয়ে রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নামে প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে।

এরমধ্যে শেখ হাসিনা ১০ কাঠার প্লট (প্লট নম্বর ০০৯) বরাদ্দ পেয়েছেন। ২০২২ সালের ৩ আগস্ট তার নামে রাজউক প্লটের বরাদ্দপত্র দেয়।

এ ছাড়া সজীব ওয়াজেদ জয় (প্লট নম্বর ০১৫) এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও (প্লট নম্বর ০১৭) ১০ কাঠা করে প্লট পেয়েছেন। জয়ের বরাদ্দপত্র ২০২২ সালের ২৪ অক্টোবর দেওয়া হয় এবং ১০ নভেম্বর মালিকানা সংক্রান্ত রেজিস্ট্রি সম্পন্ন হয়। পুতুলের বরাদ্দপত্র দেওয়া হয় ওই বছরের ২ নভেম্বর।

শেখ রেহানাও ১০ কাঠার প্লট (প্লট নম্বর ০১৩) বরাদ্দ পেয়েছেন। তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের (প্লট নম্বর ০১১) এবং মেয়ে আজমিনা সিদ্দিকের (প্লট নম্বর ০১৯) নামেও একই পরিমাণের প্লট বরাদ্দ হয়েছে।

পরে চলতি বছরের গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি তাদের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দায়ের করে দুদক।

এসএন 

Share this news on:

সর্বশেষ

শুটিংসেটে শায়লা সাথীর দিকে জুতা ছুড়ে মারলেন আরোহী মিম Aug 11, 2025
img
দিল্লি-ওয়াশিংটন রুটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট স্থগিতের ঘোষণা Aug 11, 2025
‘ওয়ার ২’ গানে হৃতিক-এনটিআরের দুর্দান্ত পারফরম্যান্সের টিজার প্রকাশ Aug 11, 2025
বিসিবির সাথে ৪৬ কোটি টাকার দ্বন্দ্বে যা জানালেন চিটাগং কিংসের মালিক সামির কাদের Aug 11, 2025
বিসিবি বিপিএলকে বিতর্কিত করেছে; বললেন চিটাগং কিংসের মালিক সামির কাদের Aug 11, 2025
'পাকিস্তানের বিমান ধ্বংস নিয়ে ভারতের দাবি হাস্যকর ও ভিত্তিহীন' Aug 11, 2025
বরিশালে স্বাস্থ্য সংস্কারে ইতিবাচক মনোভাব, প্রক্রিয়ায় সময় লাগবে তিন মাস Aug 11, 2025
১৭ বছর মাথা নত' করি নাই, এখন হাসিনা-মুক্ত পরিবেশে হতাশ হবো? Aug 11, 2025
img
এবার মেজর সিনহার রূপে দেখা যাবে শাকিব খানকে! Aug 11, 2025
img
মাত্র ৫ বলেই ম্যাচ শেষ, কানাডার দুর্দান্ত জয়ে স্তম্ভিত আর্জেন্টিনা Aug 11, 2025
img
পুলিশ বাহিনীর মর্যাদা রক্ষায় আমাদের একটি সুন্দর নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার Aug 11, 2025
img
ফিলিপাইনের জাহাজ তাড়া করতে গিয়ে নিজেদের কোস্ট গার্ডের জাহাজে ধাক্কা মারল চীন Aug 11, 2025
img
নাইটি পরে ভিডিও, স্যান্ডি সাহাকে আইনি নোটিশ Aug 11, 2025
img
৩০০ আসনের ফল বাতিল করতে পারবে ইসি Aug 11, 2025
img
নিজের প্রয়োজনে বাঁচতে শিখেছি : ঋতাভরী Aug 11, 2025
img
‘রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে’ Aug 11, 2025
img
শেরপুর সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ Aug 11, 2025
img
৫ লাখ চাঁদা চাওয়ার ভিডিও ভাইরাল, এনসিপি নেতা বললেন, দুষ্টুমি করে বলেছি Aug 11, 2025
img
পাবলিক টয়লেট ব্যবস্থাপনা-স্বাস্থ্যবিধি সেবা উন্নয়নে সমঝোতা স্মারক সই Aug 11, 2025
img
ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের উচ্ছেদের ঘোষণা ট্রাম্পের Aug 11, 2025