সর্বশেষ বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন পারভেজ হোসেন ইমন। তবে আসরের মাঝপথে তার চুক্তির টাকা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। সেসময় গণমাধ্যমের সঙ্গে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর করা মন্তব্য নিয়েও হয়েছিল সমালোচনা।
এবার আরও একবার ইমনের পারিশ্রমিক ইস্যু্র ব্যাখ্যা দিলেন সামির। কিছুদিন আগে ৪৬ কোটি টাকা পাওনা চেয়ে চিটাগং কিংসকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল বিসিবি। এ ছাড়া খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফদের অনেকেরই পারিশ্রমিক বাকি থাকার খবর নানা সময়ে গণমাধ্যমে এসেছে। সবকিছুর ব্যাখ্যা আজ সংবাদ সম্মেলনে দিয়েছেন সামির কাদের।
ইমন এবং দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শহীদ আফ্রিদির পারিশ্রমিক ইস্যুতে সামির বলেছেন, ‘(ইমন এবং আফ্রিদির পারিশ্রমিক নিয়ে সমালোচনায়) বিসিবি দায়ী না। এগুলো আমার ব্যক্তিগত ইস্যু। আফ্রিদিরটা বোর্ড থেকে কিছু করেনি। ইমনের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের একটা আলাপ ছিল। কিছুটা জিনিস ছিল যেটা আমার পছন্দ হয়নি। পরে আলাপ হয়নি সে ছুটিতে চলে গিয়েছিল। আমাদের দুজনের আলোচনা বাকি ছিল, পরে (আলোচনা) হয়েছে। সমস্যা সমাধান হয়েছে।’
সামির আরও বলেছেন, ‘আমরা যেভাবে সেমিফাইনাল খেলে জিতে গেলাম সেটা নিয়ে কত কথা হয়? কয়জন আলিসকে নিয়ে কথা বলে। সে যে কাজটা করেছিল সেদিন, এটা অনেক বিশাল ব্যাপার ছিল। এরপর চোটে ৭-৮ মাস ধরে, এই মৌসুম তো ওর মিস। এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না।’
পিএ/টিএ