লিভারপুলে যেতে না দিলে নিউক্যাসলের জার্সি আর পরবেন না ইসাক

নতুন মৌসুমের জন্য স্ট্রাইকার হিসেবে লিভারপুলের প্রথম পছন্দ ছিল আলেক্সান্ডার ইসাক। এই সুইডিশ স্ট্রাইকারকে দলে পেতে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা তার বর্তমান ক্লাব নিউক্যাসল ইউনাইটেডকে বিশাল অঙ্কের অর্থের প্রস্তাবও দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ম্যাগপাইরা। লিভারপুল এরপর হুগো একিটেকেকে দলে ভেড়ালেও ইসাকের আশা ছাড়েনি।

সময়ের অন্যতম সেরা স্ট্রাইকারও চান নিউক্যাসল ছাড়তে, যা নিয়ে ক্লাবের সঙ্গে তার সম্পর্কের চরম অবনতি হয়েছে।

গ্রীষ্মকালীন দলবদলের শুরু থেকেই আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে লিভারপুল। তাকে পেতে অলরেডরা তাঁকে কিনতে প্রায় ১১০ মিলিয়ন পাউন্ডের (প্রায় ১৮০০ কোটি) প্রস্তাব দেয়, যেখানে ছিল অ্যাড-অনস হিসেবে আরও বেশি অর্থলাভের সুযোগ। কিন্তু ম্যাগপাইরা সে প্রস্তাব প্রত্যাখ্যান করে।

গত মৌসুমে নজরকাড়া পারফরম্যান্সের পর এবার দল ছাড়তে চান ইসাক। কিন্তু সোনার ডিম পাড়া হাঁসকে ছাড়তে ইচ্ছুক না ম্যাগপাইরা। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিউক্যাসল এখনো ইসাকের ভবিষ্যৎ নিয়ে কঠোর অবস্থানে আছে। তবে মঙ্গলবারের (১২ আগস্ট) নতুন প্রতিবেদনে বলা হয়েছে, এই স্ট্রাইকারের 'পুনরায় দলে ফেরার কোনো ইচ্ছা নেই'।

দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ইসাক দৃঢ়প্রতিজ্ঞ যে, তিনি আর কখনো নিউক্যাসলের হয়ে খেলবে না এবং লিভারপুলে যোগ দেয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। সাংবাদিক ডেভিড অর্নস্টিন দাবি করেছেন, ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলেও যদি নিউক্যাসল এই সুইডিশকে না ছাড়েন, তবুও তিনি মনে করেন নিউক্যাসলে তার ক্যারিয়ার শেষ এবং তিনি পুনরায় দলে ফেরার কোনো ইচ্ছা রাখেন না।

দলবদল নিয়ে গুঞ্জন যখন তুঙ্গে তখন এই সুইডিশকে এশিয়ায় নিউক্যাসলের প্রাক-মৌসুম সফর থেকে বাদ দেয়া হয় এবং তিনি তার সাবেক ক্লাব রিয়াল সোসিয়েদাদের সঙ্গে অনুশীলন শুরু করেন। এরপর গত সপ্তাহে ইসাক নিউক্যাসলের ট্রেনিং গ্রাউন্ডে ফিরে এলেও তাকে কোচ এডি হাও প্রথম দলের অনুশীলন থেকে দূরে থাকতে বলেন।

স্কাই স্পোর্টস নিউজের কিথ ডাউনি সেন্ট জেমস পার্ক (নিউক্যাসলের মাঠ) থেকে জানিয়েছেন, 'এটি ধীরে ধীরে একটি বিষাক্ত পরিস্থিতিতে পরিণত হচ্ছে, যা নতুন মৌসুম শুরুর আগে নিউক্যাসল মোটেই চাইছে না।'

নিউক্যাসলের কোচ এডি হাও–ও মনে করেন না লিগে প্রথম ম্যাচের আগে এই পরিস্থিতি বদলাবে। আগামী সপ্তাহে লিগ মৌসুমের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে নিউক্যাসল। হাও বলেন, 'আমি মনে করি না যে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে আমরা এই পরিস্থিতির কোনো চূড়ান্ত সমাধান দেখতে পাব। আমার মনে হয় সবকিছুই এখনো সম্ভাবনার মধ্যে রয়েছে। আমি বহুবার বলেছি, সে আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ। সে আমাদের খেলোয়াড়। ক্লাবই তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে। আমি জানি না শেষ পর্যন্ত কী হবে। অবশ্যই আমার একটি পছন্দের ফলাফল আছে—আমি সবচেয়ে ভালো এবং শক্তিশালী স্কোয়াড চাই, তবে আমি এমন খেলোয়াড়ও চাই যারা সত্যিই এই ক্লাবের হয়ে খেলতে চায়।'

লিভারপুলের প্রস্তাব ফিরিয়ে দিলেও নিউক্যাসল ইসাককে তখনই ছাড়বে, যদি তারা এমন একটি বিশাল প্রস্তাব পায় যা ফিরিয়ে দিতে পারবে না এবং এই খেলোয়াড়ের উপযুক্ত বিকল্প খুঁজে পায়। কিন্তু নিউক্যাসলের সামনে বিকল্প খুবই সীমিত মনে হচ্ছে। বিশেষ করে, বেঞ্জামিন সেসকোকে দলে ভেড়াতে ব্যর্থ হওয়ার পর যতই দিন যাচ্ছে তাদের সামনে সুযোগ সীমিত হয়ে আসছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এই উইন্ডোতে ইসাক নিউক্যাসলের খেলোয়াড় হিসেবেই থেকে যাবেন।

তবে, ক্লাবটির সঙ্গে ইসাকের সম্পর্ক তিক্ততার চরমে পৌঁছে গেছে। ক্লাবটির সমর্থকরাও তার আচরণে ভীষণ ক্ষুব্ধ। ফলে সেন্ট জেমস পার্কে ইসাক এই মৌসুম থেকে গেলেও তাতে ক্লাবটির কতটুকু উপকার হবে তা নিয়ে সন্দেহ থাকছেই।

এফপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
প্রেমিকাকে নিয়ে বেড়াতে গেলেন আমির খান Aug 12, 2025
img
চাঁদের আলোতেও দারুণ দৃশ্য উপহার দেবে পার্সাইড উল্কাবৃষ্টি, দেখা যাবে বাংলাদেশ থেকেও Aug 12, 2025
img
বিএনপিকে নিয়ে মিথ্যাচার চলছে: মির্জা ফখরুল Aug 12, 2025
img
জমকালো আয়োজনে ছেলের জন্মদিন পালন করলেন পরীমণি Aug 12, 2025
img
তদন্ত সংস্থার কাছে আসিফ মাহমুদের বিস্ফোরক জবানবন্দি Aug 12, 2025
img
ড. ইউনূস গণঅভ্যুত্থানের নেতা নন, একটি ফল মাত্র: ফরহাদ মজহার Aug 12, 2025
img
মুস্তাফিজের সাবেক ফ্র্যাঞ্চাইজিকে কঠোর বার্তা দিলেন অশ্বিন Aug 12, 2025
img
দিল্লি-পিন্ডি বাদ দিয়ে বাংলাদেশের স্লোগান দিতে হবে: ডা. তাহের Aug 12, 2025
img
ফের আত্মহননের বার্তা দিলেন হিরো আলম Aug 12, 2025
img
নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী Aug 12, 2025
img
তরুণদের ছোট করে দেখার সংস্কৃতি থেকে বের হতে হবে: তাসনিম জারা Aug 12, 2025
img
সেলফিতে বাধা, জয়ার সজোরে ঘুষির ভিডিও ভাইরাল Aug 12, 2025
img
করদাতাদের ভয় দেখাতে নয়, সচেতন করতেই এমন বিজ্ঞপ্তি : এনবিআর চেয়ারম্যান Aug 12, 2025
img
আদালতে কাঁদলেন ছাগলকাণ্ডের সেই মতিউর, ধৈর্য ধরতে বললেন বিচারক Aug 12, 2025
img
দেশের অর্থনীতি আইসিইউ ঘুরে এখন এইচডিইউতে : অর্থ উপদেষ্টা Aug 12, 2025
img
ঢাকায় জন্মাষ্টমী উৎসবে সর্বাত্মক নিরাপত্তা দেবে ডিএমপি Aug 12, 2025
img
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ চাপে থাকায় মালয়েশিয়ার ‘উদ্বেগ’ Aug 12, 2025
img
অভ্যুত্থানের বছরে আয়-ব্যয়ে সবাইকে ছাড়িয়ে জামায়াত Aug 12, 2025
img
‘জলি এলএলবি ৩’ কোর্টরুমে ঢুকে পড়ল ছাগল Aug 12, 2025
img
পাঁচ বছর পর আন্তর্জাতিক ম্যাচে আবাহনী, গ্যালারি তবু ফাঁকা Aug 12, 2025