অধিনায়ক হিসেবে প্রথম সফরে-ই ইংল্যান্ডে শুভমান গিল! ২৫ বছর বয়সী এ তরুণকে নেতৃত্ব দিতে হয়েছে আবার অভিজাত সংস্করণ- টেস্ট ক্রিকেটে। তবে চাপে কুঁকড়ে যাওয়ার বদলে উল্টো ক্যারিয়ারের স্বরণীয় সময় কাটিয়েছেন এ ব্যাটার।
গত মাসে ৩ টেস্টের ৬ ইনিংসে ৯৪.৫০ গড়ে করেছেন ৫৬৭ রান। এর মধ্যে একটি ডাবল সেঞ্চুরির সঙ্গে ছিল দুটি সেঞ্চুরির ইনিংস। তার পারফরম্যান্সের ফলও পেয়েছে দল। পিছিয়ে থেকেও ২-২ সমতায় শেষ হয়েছে সিরিজ।
দারুণ সে পারফরম্যান্সে জুলাই মাসে আইসিসির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন গিল।
আইসিসির সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়াকে গর্বের বলে উল্লেখ করেছেন ভারতের এ অধিনায়ক। তিনি বলেন, ‘আইসিসির মাস সেরা খেলোয়াড় হওয়ার অনুভূতি অসাধারণ। এবারের টা খুব বেশি গুরুত্বপূর্ণ যেহেতু অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজের পারফরম্যান্সের কারণে এটা আমার পাওয়া।’
এ নিয়ে চতুর্থবারের মতো আইসিসির মাসসেরা নির্বাচিত হলেন গিল। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও মাসসেরা হয়েছিলেন তিনি। তার আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বরে আইসিসির মাসসেরা হয়েছিলেন।
এদিকে নারী বিভাগে জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ইংল্যান্ডের ব্যাটার সোফিয়া ডাঙ্কলি।