তামিম-মাশরাফিদের নিয়ে লিজেন্ডস লিগে খেলতে চান ইমরুল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর অনেক ক্রিকেটারই কোচিং বা ধারাভাষ্যকে পেশা হিসেবে বেছে নেন। ক্রিকেট খেলার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা খুব বেশি দেখা যেত না আগে। তবে সেই পরিস্থিতি বদলে গেছে। এখন সাবেক ক্রিকেটাররাও নানা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ান।

বেশ কয়েক বছর ধরেই চলছে রোড সেফটি ওয়ার্ড সিরিজ, গত বছর শুরু হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্ট। সেখানে দাপিয়ে বেড়াচ্ছেন শহীদ আফ্রিদি থেকে শুরু করে যুবরাজ সিং, হরভজন সিংরা। তবে বাংলাদেশের কোনো সাবেক ক্রিকেটারকে সেভাবে খেলতে দেখা যায় না।


আব্দুর রাজ্জাক সর্বশেষ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলেছেন। এর আগে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে একবার বাংলাদেশের একটি দল রোড সেফটি সিরিজে খেললেও পরবর্তীতে তাদের আর দেখা যায়নি। একই টুর্নামেন্টে মাশরাফি বিন মুর্তজার খেলার গুঞ্জন থাকলেও তিনি খেলেননি। তবে এই অপূর্ণতা ঘুচতে পারে দ্রুতই। বাংলাদেশ দলের এক সময়ের তারকা ক্রিকেটার ইমরুল কায়েস জানিয়েছেন তাদেরকে নিয়ে লিজেন্ডস টুর্নামেন্টে খেলার আলোচনা চলছে।

যদিও এই ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি ইমরুল। সাকিব আল হাসান এখনও অবসর নেননি আনুষ্ঠানিকভাবে। তাই তাকে পাওয়া নিয়ে ধোঁয়াশা আছে। আর তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের নিয়ে লিজেন্ডস টুর্নামেন্টে যেতে পারলে বাংলাদেশ ভালো একটি দল হবে বলে আশাবাদী ইমরুল।

ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপে ইমরুল বলেছেন, 'ইনশাআল্লাহ, হয়তবা দেখবেন। কারণ ইংল্যান্ডে বাঙালি অনেক দর্শক আছে, দলটা নেয়ার জন্য ইতোমধ্যে কথাবার্তা চলছে। আমি যতটুকু শুনেছি টুর্নামেন্ট কমিটিও আমাদেরকে দল দেয়ার জন্য বেশ আগ্রহী। এখন আমাদের সাকিব তো অবসর নেয় নাই, সাকিব খেলবে কিনা জানি না। তামিম, আমি, মুশফিক, রিয়াদ যারা আছি না কেন আমরা যদি খেলতে পারি বাংলাদেশের সেরা দলটা হবে। রানিং একটা দল, সবাই ক্রিকেট খেলছে। ব্যক্তিগতভাবে আমি মনে থেকে চাই। এখন যারা আছেন তারা কতটুকু চায় সেটা জানি না, তাদেরও চাইতে হবে।'

ইমরুল এখন অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার চেষ্টায় আছেন। সেখানেই ঘরোয়া ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। তবে দেশের ক্রিকেটে তাকে একেবারেই দেখা যাবে না এমনটা নয়। ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএলে খেলবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। তবে আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে খেলবে না বলে নিশ্চিত করেছেন ইমরুল।

তিনি বলেন, 'অস্ট্রেলিয়া থেকে দেশে বেশ কিছুদিন আগেই আমি এসেছি। মাঝে সিঙ্গাপুরে ছিলাম, তবে শীঘ্রই আবার চলে যাব। সত্যি বলতে, এখন দেশের ক্রিকেটের সাথে ওইভাবে আর সম্পৃক্ত বলা চলে না, শুধু ঢাকা প্রিমিয়ার লিগ আর বিপিএল ছাড়া। যেহেতু আমি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে গত বছর অবসর নিয়েছি, তাই আমার মনে হয়, এইদিক থেকে কিছুটা দূরেই সরে গেছি। এনসিএল টি-টোয়েন্টি হয়তো খেলা হবে না, কারণ আমার ওখানে ৬ তারিখ থেকে অস্ট্রেলিয়ান প্রিমিয়ার লিগ খেলা আছে। সার্বিকভাবে, আগের মতো আর বলতে পারবেন না। এখন আমি একটি ভিন্ন লাইনে চলে এসেছি।'

এফপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার Aug 12, 2025
img
প্রিয়জন হারালেন আতিফ আসলাম Aug 12, 2025
img
চার বিভাগে ভারি বৃষ্টিপাতের আভাস Aug 12, 2025
img
মিয়ানমারে শান্তি মিশন পাঠাবে মালয়েশিয়া ও আঞ্চলিক মিত্ররা Aug 12, 2025
img
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন মুস্তাফিজ Aug 12, 2025
img
জনরায় পেলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান Aug 12, 2025
img
গণতন্ত্রবিরোধীরা জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করেছে : রিজভী Aug 12, 2025
img
হেমাকে জড়িয়ে ধরার জন্য ২ হাজার টাকা ঘুষ দিয়েছিলেন ধর্মেন্দ্র! Aug 12, 2025
img
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা Aug 12, 2025
img
নেতানিয়াহুর দেশের জন্য লুকিয়ে অস্ত্র আনা সৌদি জাহাজ ইতালিতে আটক Aug 12, 2025
img
সততার সঙ্গে এগিয়ে গেলে দেশের সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে : তারেক রহমান Aug 12, 2025
img
তরুণদের সামরিক ট্রেনিং করাতে হবে : নাহিদ ইসলাম Aug 12, 2025
img
আওয়ামী লীগের বি-টিম চলে এসেছে, প্রতিহত করা হবে: হাসনাত Aug 12, 2025
img
আবাহনীকে হারাল কিরগিজ ক্লাব Aug 12, 2025
বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ফরহাদ মজহারের বিস্ফোরক মন্তব্য Aug 12, 2025
img
মেজর সাদিকের স্ত্রী সুমাইয়ার দায় স্বীকার Aug 12, 2025
জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত: প্রধান উপদেষ্টা Aug 12, 2025
প্রত্যেক উপদেষ্টা দুর্নীতি করছেন, তারা আখের গোছাতে ব্যস্ত: রাশেদ খাঁন Aug 12, 2025
পরমাণু যুদ্ধের হুমকিতে শা'ন্তি রক্ষায় ভারতের অবস্থান স্পষ্ট! Aug 12, 2025
img
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১ জনের, আক্রান্ত ৩৮২ Aug 12, 2025