সিপিএলে অলরাউন্ডিং নৈপুণ্য দেখাতে মুখিয়ে সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আগামী আসরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনের হয়ে খেলবেন সাকিব আল হাসান। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজে পা রেখেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। দুই বছরের বিরতিতে আবারও সিপিএল খেলতে ‍মুখিয়ে আছেন তিনি।

বোলিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফেরেন সাকিব। ব্যাটে-বলে পারফর্ম করতে না পারলেও লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা জিতেছেন তিনি। পিএসএলের পর এবার সিপিএলে নিজেকে মেলে ধরার অপেক্ষায় তিনি। ইংল্যান্ডে কয়েকদিনের অনুশীলন শেষে বাংলাদেশ সময় ১২ জুলাই রাতে অ্যান্টিগায় পৌঁছেছেন তারকা এই অলরাউন্ডার।

সবশেষ ২০২২ সালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে সিপিএল খেলেছিলেন তারকা এই অলরাউন্ডার। সেবার ৬ ম্যাচে ৯৪ রান করার পাশাপাশি বোলিংয়ে ৮ উইকেট নিয়েছিলেন। এ ছাড়া বার্বাডোজ ট্রাইডেন্স এবং জ্যামাইকা তালাওয়াশের হয়ে সিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিব। সবমিলিয়ে ৩৬ ম্যাচে ১৬.৫৯ গড় এবং ১০৯.৫৩ স্ট্রাইক রেটে ৪৪৮ রান করেছেন তিনি।



বোলিংয়ে ৬.৮২ ইকনোমি রেটে নিয়েছেন ৩৭ উইকেট। ২০১৩ সালে বার্বাডোজের হয়ে ক্যারিয়ারসেরা ৬ রানে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। অ্যান্টিগার প্রকাশিত এক ভিডিওতে সাকিব জানান, ওয়েস্ট ইন্ডিজে ফিরতে পেরে তাঁর ভালো লাগছে। সেই সঙ্গে তাদের হয়ে সিপিএল খেলতে তিনি মুখিয়ে আছেন।

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘এখানে (ওয়েস্ট ইন্ডিজ) ফিরতে পেরে ভালো লাগছে। আমি অ্যান্টিগা দলে যোগ দিলাম, তারা আমাকে দলে নিয়েছে। আমি বেশ রোমাঞ্চিত এবং সিপিএলে খেলতে মুখিয়ে আছি। আমি বেশ কয়েকটা দলের হয়ে সিপিএলে খেলেছি। আশা করছি এটা আমার তৃতীয় বছর হবে।’

নিজেদের দল ও টিম ম্যানেজমেন্ট নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা একটা ভালো দল পেয়েছি। শুধু মাঠের ভেতরে না মাঠের বাইরের দিক থেকেও ভালো একটা দল পেয়েছি। আপনি পল নিক্সন, স্যার কার্টলি অ্যামব্রোসের কথা বললেন। তাদের মতো মানুষরা ড্রেসিংরুম শেয়ার করবে। আমাদের দলে তরুণ ও অভিজ্ঞতার একটা মিশেল আছে। আমরা যদি এটাকে কাজে লাগাতে পারি তাহলে ভালো একটা টুর্নামেন্ট হবে।’

অ্যান্টিগার নর্থ সাউন্ড এলাকার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে পাচ্ছেন সাকিব-ইমাদ ওয়াসিমরা। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটারের নামে খেলার সুযোগ পাওয়াকে স্পেশাল হিসেবে দেখছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। পাশাপাশি স্যার ভিভ রিচার্ডের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন তিনি।

সাকিব বলেন, ‘আপনি ক্যারিবিয়ানদের দিকে তাকালে অনেক গ্রেট ক্রিকেটারদের পাবেন। স্যার ভিভিয়ান রিচার্ড তাদের একজন। তার নামের মাঠে খেলাটা অবশ্যই স্পেশাল। আশা করছি তাঁর সঙ্গে দেখা হবে। সে আমাদের ড্রেসিংরুমে আসবে এবং তাঁর অভিজ্ঞতাগুলো শেয়ার করবে।’

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

‘বাচ্চা আছে, তাই সাবধান’ স্পষ্ট জানালেন সালমান খান! Aug 13, 2025
দেশে ‘ফাইভ জি’ চালুর জন্য মালয়েশিয়ান টেলিকমকে ড. ইউনূসের আহ্বান Aug 13, 2025
মাবরুর রশিদ বান্নাহর বক্তব্য শুনে হাততালি দিলেন তারেক রহমান! Aug 13, 2025
কেয়া কসমেটিক্সের খেলাপি ঋণ ও রপ্তানি আয় নিয়ে চার ব্যাংকের বিরোধ Aug 13, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 13, 2025
img
রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাবে শীর্ষে জামায়াত Aug 13, 2025
আদালতে কাঁদলেন ছাগলকাণ্ডের সেই মতিউর, যা বললেন বিচারক Aug 13, 2025
তরুনদের নিয়ে যা বললেন এনসিপির আহবায়ক নাহিদ Aug 13, 2025
img
মহেশপুর সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি Aug 13, 2025
img
সাদা পাথর নজিরবিহীন লুটপাটের ঘটনায় তদন্ত কমিটি গঠন Aug 13, 2025
img
দলের কর্মীকেই ধাক্কা জয়া বচ্চনের, নিন্দা কঙ্গনার! Aug 13, 2025
img
নাইরোবি বিমানবন্দরে যাত্রাবিরতিতে শায়খ আহমাদুল্লাহর আবেগঘন স্ট্যাটাস Aug 13, 2025
img
আগাম টিকেট বিক্রিতে ঝড় তুলেছে ‘ওয়ার ২’, দিনে ৫৪ শো Aug 13, 2025
img
যার জন্য অর্জন নস্যাৎ হয় তাকে দলের সদস্য করবেন না : আবু সুফিয়ান Aug 13, 2025
img
আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় ৩৩১ দেশীয় সংস্থা Aug 13, 2025
img
কয়লা নিয়ে মোংলায় ভিড়েছে এম ভি রয়েল ইমেজ Aug 13, 2025
img
ভারতের ১৪০ কোটি মানুষ প্রস্রাব করলে পাকিস্তানে সুনামি হবে: বিলাওয়াল ভুট্টোকে মিঠুন চক্রবর্তী Aug 13, 2025
img
প্রবাসীদের রেমিট্যান্সে অর্থনীতি মজবুত অবস্থায় ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা Aug 13, 2025
img
কৃষক লীগের কেন্দ্রীয় নেতা বখতিয়ার গ্রেপ্তার Aug 13, 2025
img
পাক সেনাপ্রধানের পর এবার যুদ্ধের হুমকি দিলেন বিলওয়াল ভুট্টো Aug 13, 2025