এএফসি চ্যালেঞ্জ লিগে কিরগিজস্তানের ক্লাবের সঙ্গে জিততে পারেনি ঢাকা আবাহনী লিমিটেড। তবে বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ঠিকই জয় পেয়েছে। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে সিরিয়ার ক্লাব আল-কারামাহকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
মঙ্গলবার (১২ আগস্ট) রাতে দোহার সুহাইম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে। খেলার ৬ মিনিটেই কর্নার থেকে তৈরি জটলায় অধিনায়ক তপু বর্মণ বল বাড়ান সানডের কাছে, যিনি ফাঁকা জায়গা থেকে নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নেন।
বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কিংসকে সমর্থন দিতে কাতারে প্রবাসী বাংলাদেশিরা গ্যালারি ভরিয়ে তোলেন। তীব্র গরমে ম্যাচের দুই অর্ধেই রেফারি কুলিং ব্রেক দেন।
মোহামেডান থেকে কিংসে আসা সানডে গোলের নায়ক হলেও জয়ের পেছনে বড় অবদান গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের। দুই অর্ধে তিনি একাধিক গুরুত্বপূর্ণ সেভ করেন।
সান্ডারল্যান্ড থেকে আসা প্রবাসী ফুটবলার কিউবা মিচেল দ্বিতীয়ার্ধে মাঠে নামেন এবং দ্রুত খেলার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করেন। একটি দারুণ কর্নার কিকও নেন তিনি।
২৫ অক্টোবর শুরু হবে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব। ড্রয়ের মাধ্যমে কিংসের গ্রুপ ও প্রতিপক্ষ নির্ধারণ হবে। গত মৌসুমে সরাসরি মূল পর্বে খেললেও এবার প্লে-অফ জয়ের মাধ্যমে জায়গা করে নিতে হয়েছে দলটিকে।
পিএ/এসএন