এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী অক্টোবরে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার প্রস্তুতি হিসেবে হিসেবে সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে জামাল-তপুরা। সে লক্ষ্যে বুধবার (১৩ আগস্ট) থেকে শুরু হয়েছে জাতীয় দলের আনুষ্ঠানিক ক্যাম্প। তবে নেপালের বিপক্ষে পাওয়া যাবে না সমিত সোমকে, কিন্তু হামজাকে রাখা হয়েছে ২৪ সদস্যের স্কোয়াডে।
নেপালের বিপক্ষে ম্যাচ দুটি অনুষ্ঠিত ৬ ও ৯ সেপ্টেম্বর, কাঠমান্ডুতে। অন্যদিকে কানাডিয়ান লিগে সমিতদের ম্যাচ রয়েছে ৬ ও ১৪ সেপ্টেম্বর। যে কারণে কানাডিয়ান লিগে খেলা এই ফুটবলারকে আনছে না বাফুফে।
আন্তর্জাতিক নিয়ম বলছে, ফিফা উইন্ডোতে ৭২ ঘণ্টা আগে জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে বাধ্য ক্লাবগুলো। সমিতকে যে ক্লাব ছাড়বে না ব্যাপারটা তা নয়। কিন্তু ৬ তারিখ একই দিনে বাংলাদেশ ও সমিতের ক্লাবের ম্যাচ রয়েছে। যদিও বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৯ তারিখ, আর সমিতের ক্লাবের ম্যাচ ১৪ তারিখ। সেক্ষেত্রে জাতীয় দলে ম্যাচ খেলে আবার কানাডা গিয়ে দলের সঙ্গে যোগ দেয়া সমিতের জন্য অতিরিক্ত চাপ হয়ে যায়। সে কথা চিন্তা করেই হয়তো বাফুফে তাকে আনবে না।
বুধবার (১৩ আগস্ট) টিম হোটেলে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার আমের খান সাংবাদিকদের বলেন, ‘সেপ্টেম্বরে সমিতের ক্লাব ফুটবলের ম্যাচ রয়েছে। এজন্য তাকে সেপ্টেম্বরের উইন্ডোতে প্রাথমিক তালিকায় রাখা হয়নি। তবে হামজা চৌধুরী রয়েছেন তালিকায়।’
জাতীয় দলে ডাক পেলে যেকোনো ক্লাবই খেলোয়াড় ছাড়তে বাধ্য। তবে সমিতের ক্লাবের ম্যাচ ও জাতীয় দলের ম্যাচ একই দিনে অনুষ্ঠিত হবে, তবে দ্বিতীয় ম্যাচে একটু গ্যাপ পাবেন। কিন্তু বাফুফে এসব জটিলতায় যেতে চাচ্ছে না। জাতীয় দলের ম্যানেজার বলেন, ‘খেলোয়াড়রা ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। ক্লাব ও খেলোয়াড়ের বিষয়টিও ফেডারেশনকে দেখতে হয়।’
অন্যদিকে হাজমা চৌধুরীকে পাওয়া যাবে কি না তা নিয়েও আছে গুঞ্জন। কিন্তু আমের খান বলেন, ‘কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় হামজা চৌধুরী আছেন। তার ক্লাব লেস্টার সিটিকে ইতিমধ্যে চিঠি দেয়া হয়েছে। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য তার ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনা চলমান।’
এদিকে জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের কোনো তালিকা প্রকাশ করেনি বাফুফে। আজ ক্যাম্পের প্রথম দিনে অনুশীলনে যোগ দিয়েছিলেন মাত্র ৫ জন ফুটবলার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ক্যাম্পে যোগ দেবেন আবাহনীর ফুটবলাররা। আর শুক্রবার (১৫ আগস্ট) যোগ দেবেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা।
প্রথম দিনের অনুশীলনে উপস্থিত ছিলেন না দলের জামাল ভূঁইয়া। এ ব্যাপারে আমের খান বলেন, ‘জামাল এক দিন সময় চেয়েছে ফেডারেশনের কাছে। আবাহনী-কিংস ছাড়া অন্য ক্লাব সেভাবে অনুশীলন শুরু করেনি। ফুটবলাররা যেন জিম কিংবা ফিটনেস নিয়ে কাজ করতে পারে, সেজন্যেই ক্যাম্পে ডেকেছে কোচ।’
নেপালের বিপক্ষে প্রীতি দুটি অনুষ্ঠিত হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। এরপর আগামী অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। ৯ অক্টোবর প্রথম ম্যাচ হবে ঢাকায়, আর ১৪ অক্টোবর বাংলাদেশকে আতিথ্য দেবে হংকং।
এমকে/টিএ