ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আন্তরিক’ প্রচেষ্টার প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, বৈঠকের শুরুতে পুতিন বলেন, ‘বর্তমান মার্কিন প্রশাসনের সঙ্গে আমরা কোন পর্যায়ে আছি, তা স্পষ্ট করতে এই আলোচনা ডাকা হয়েছে।’
পুতিন বলেন, ‘যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ এবং সংকট নিরসনের ক্ষেত্রে (ট্রাম্প) যেভাবে সক্রিয় ও আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে, তাকে আমরা স্বাগত জানাই। এই প্রচেষ্টা এমন সব সমঝোতায় পৌঁছাতে সহায়ক হতে পারে, যা সংঘাতে জড়িত সব পক্ষের স্বার্থে কাজ করবে।'
তিনি আরও বলেন, ‘আমাদের দেশের সঙ্গে ইউরোপে এবং বিশ্বব্যাপী টেকসই শান্তির পরিবেশ গড়ে তোলার পথ তৈরি হোক-আমরা এটাই চাই।’
শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে যুদ্ধবিরতি ইস্যু আলোচনার কেন্দ্রবিন্দু হবে বলে মনে করেন তিনি। দুই নেতা বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেয়ার পরিকল্পনা করছেন বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে।
এমকে/টিএ