ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেওয়া ১২তম ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে অর্থনৈতিক সংস্কার ও সীমান্ত নিরাপত্তার বার্তা দিয়েছেন।
শুক্রবার সকালে প্রায় পৌনে দুই ঘণ্টার ভাষণে তিনি দীপাবলির আগে জিএসটি ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের ঘোষণা দেন। মোদির দাবি, নতুন কাঠামোতে কর দেওয়ার প্রক্রিয়া সহজ হবে, ব্যবসায় জটিলতা কমবে এবং সাধারণ মানুষের করের চাপ হ্রাস পাবে।
ভূরাজনৈতিক ইস্যুতেও কঠোর অবস্থান জানান প্রধানমন্ত্রী। কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেন। অভিযোগ করে বলেন, সীমান্ত পেরিয়ে জঙ্গিরা ধর্ম জিজ্ঞাসা করে সাধারণ মানুষকে হত্যা করেছে— যা গোটা বিশ্বকে স্তম্ভিত করেছে।
এই ঘটনার পর ‘অপারেশন সিঁদুর’ চালানো হয় এবং সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল বলে জানান মোদি। একই সঙ্গে ক্ষুব্ধ কণ্ঠে বলেন, “ভারতের পানির ওপর অধিকার শুধু ভারত এবং তার কৃষকদের।”
ইউটি/টিএ