যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমি সবসময় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে, ভ্লাদিমিরের সঙ্গে চমৎকার সম্পর্ক বজায় রেখেছি। এই বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। সঙ্গে এও বলেন, কিছু বিষয়ে এখনো সিদ্ধান্ত বাকি আছে। আমাদের আরো অগ্রগতির খুব ভালো সুযোগ রয়েছে।
শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ প্রায় ৩ ঘণ্টার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি।
এদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের ‘মূল কারণগুলো’ নিরসন করতে হবে।
বৈঠকে তাদের আলোচনার কেন্দ্রে ইউক্রেন সংঘাত ছিল জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য আমাদের এই সংঘাতের মূল কারণগুলো নিরসন করতে হবে। তবে মূল কারণগুলো বলতে কী বোঝাচ্ছেন, তার বিস্তারিত উল্লেখ করেননি তিনি।
এর আগে তাদের মধ্যকার ৩ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে রাশিয়ার মন্ত্রীদের বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে বলে জানা গেছে।
সূত্র : বিবিসি
ইউটি/টিএ