এপেক্স ফুটওয়্যারের ৫৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়্যারের শেয়ারহোল্ডারদের ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। এ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ ৫ টাকা ৫০ পয়সা করে নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা।

বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

পরিচালনা পর্ষদের নেয়া এ সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ অক্টোবর।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ১০ টাকা ৯১ পয়সা এবং চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪৯ টাকা ৮৩ পয়সা।

লভ্যাংশ ঘোষণার কারণে আগামী রোববার কোম্পানিটির শেয়ার দামের কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যত খুশি বাড়াতে অথবা কমাতে পারবে।

ডিএসইর তথ্যানুযায়ী ১১ কোটি ২৫ লাখ টাকা পরিশোধিত মূলধনে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ১২ লাখ ৫০ হাজার। এর মধ্যে ২৫ দশমিক ৪৮ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪১ দশমিক ১২ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৩ দশমিক ৪০ শতাংশ শেয়ার।

‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ১৯৯৩ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: