কোচিং স্টাফ ও নেতৃত্বে ঘনঘন পরিবর্তন আনায় পাকিস্তান ক্রিকেট দলের (পিসিবি) বেশ সুনামই আছে। পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভির সময়কালেও তার ব্যতিক্রম হচ্ছে না। গত বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নিয়েছিলেন তিনি।
পিসিবি চেয়ারম্যান হিসেবে নাকভির সময়কালে একাধিকবার অধিনায়ক বদল হয়েছে, বদল হয়েছে কোচিং স্টাফও। এই ঘনঘন বদল বেশির ভাগ লোকেরই পছন্দ নয়। যে কারণে নাকভির সমালোচনাও হচ্ছে বিস্তর। সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ সমালোচনায় যেন এক কাঠি সরেস। নাকভিকে ব্যর্থ প্রশাসক হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
নাকভি পিসিবির দায়িত্ব পেয়েছেন রাজনীতির কল্যাণে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি। তাকে ক্রিকেটের জন্য মোটেও যোগ্য মনে করেন না হাফিজ। সাবেক এই অলরাউন্ডার স্থানীয় একটি ইউটিউব চ্যানেলে বলেন, ‘আমি জানি না নাকভি কোন কাজে ভালো। তবে এটা বলতে পারি, ক্রিকেটের জন্য মোটেও ভালো নন। পিসিবি চেয়ারম্যান হিসেবে দেশের ক্রিকেটকে কিছুই দিতে পারেননি।’
বিভিন্ন দায়িত্বে বারবার পরিবর্তনের সমালোচনা করে হাফিজ বলেছেন, ‘দার সময়ে পাঁচজন অধিনায়ক বদল হয়েছে, পুরো কোচিং স্টাফ পরিবর্তন হয়েছে। একটা ভুলের পর আরেকটা ভুল করা হচ্ছে। প্রত্যেকবার আগের ভুলটি শোধরাতে হয়, পরে আরেকটি ভুল করা হয়। এটা প্রমাণ করে যে নাকভির ক্রিকেটীয় কাজের জন্য মোটেও যোগ্যতা নেই।’
পাকিস্তানের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই বলে মত হাফিজের। তিনি বলেন, ‘বড় সমস্যা হলো পাকিস্তান ক্রিকেটের পরিষ্কার কোনো লক্ষ্য নেই। ম্যানেজমেন্ট পরিবর্তন হলে মনোভাব পরিবর্তন হয়। অধিনায়ক পরিবর্তন হলে দক্ষতা বাস্তবায়ন পুরোপুরি পরিবর্তন হয়ে যায়।’
এমকে/টিএ