এএফসি চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হতে যাচ্ছে একই গ্রুপে থাকা ভারতীয় ক্লাব এফসি গোয়া এবং সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। সবকিছু ঠিক থাকলে তাই প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফলে ভারতীয় ফুটবল ইতিহাসে এ এক ঐতিহাসিক ঘটনা রূপ নিতে চলেছে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে এটি জীবনে একবার আসার মতো মুহূর্ত।
ম্যাচটি আগামী ২২ অক্টোবর গোয়ায় অবস্থিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিশ্ব তারকা ফুটবলার রোনালডোর আসাকে ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ ভাবা হচ্ছে। বার্তা সংস্থা এপিকে পুষ্কুর বলেন, ‘এটা এফসি গোয়ার জন্য সত্যিই জীবনে একবার আসার মতো মুহূর্ত। আল নাসর ও রোনালদোকে আতিথেয়তা দেওয়াটা তর্কসাপেক্ষে ভারতীয় ক্লাব ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ।’
২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দেন রোনালদো। এরপর থেকে সৌদি ফুটবলে নিয়মিত মুখ তিনি। রোনালদোকে আনার পর পেট্রোডলারের ঝনঝনানিতে একের পর এক তারকাকে দলে ভেড়াচ্ছে ক্লাবগুলো। রোনালদো ছাড়াও আল নাসরে খেলছেন সাদিও মানে, জোয়াও ফেলিক্স, ইনিগো মার্তিনেজ। অক্টোবরে তাই তারকার মেলা বসতে যাচ্ছে ভারতে।
রোনালদো খেললে ভারতীয় ফুটবল সম্পর্কে জানতে পারবে গোটা বিশ্ব। পুষ্কুর বলেন, ‘ভারতীয় ফুটবলের জন্য ম্যাচটি ঐতিহাসিক। আমরা এখানে নিজেদের যোগ্যতায় এসেছি। এমন ম্যাচ আমাদের সুযোগ করে দিয়েছে মহাদেশীয় পর্যায়ে নিজেদের সামর্থ্য প্রমাণের। ভারতীয় ফুটবলকে বৈশ্বিক আলোচনায় আনার অনন্য এক সুযোগ এটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতীয় ফুটবল নিয়ে সমর্থকদের মধ্যে বড় আগ্রহ তৈরি হবে।’
ইএ/টিএ