বোর্নমাউথের স্ট্রাইকার আঁতোয়ান সেমেনিয়োর সঙ্গে বর্ণবাদী আচরণ করায় একজনকে গ্রেপ্তার করেছে মার্সেসাইড পুলিশ। ৪৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম অবশ্য এখন পর্যন্ত জানায়নি পুলিশ।
কয়েক বছর ধরেই বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার ফুটবলবিশ্ব। কিন্তু থামানো যাচ্ছে না।
বিশ্বের কোনো না কোনো প্রান্তে এর শিকার হচ্ছেন ফুটবলাররা। গতকাল তো প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর ম্যাচেই এই ঘটনার শিকার হলেন সেমিনিয়ো। ম্যাচের ২৯ মিনিটের সময় আটককৃত ব্যক্তি বোর্নমাউথের স্ট্রাইকারকে উদ্দেশ্য করে কিছু বলেন। সেমেনিয়ো পরে রেফারিকে অভিযোগ জানালে ৪ মিনিটের মতো ম্যাচ বন্ধ থাকে।
অভিযোগের পরেই সেই ব্যক্তিকে অ্যানফিল্ড থেকে বের করে দেওয়া। আজ তার বিরুদ্ধে বর্ণবাদকে উসকে দেওয়ার অভিযোগ এনে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। এমন ঘটনার পরেও দমে যাননি সেমেনিয়ো। লিভারপুলের কাছে ৪-২ ব্যবধানে হারলেও দলের দুটি গোলই তিনি করেছেন।
তবে ম্যাচ শেষে ঠিকই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সেমেনিয়ো লিখেছেন, ‘এটা বন্ধ হবে কবে?’ তার পাশে দাঁড়িয়ে সতীর্থসহ বিপক্ষ দলের খেলোয়াড়-কোচও। বোর্নমাউথের অধিনায়ক অ্যাডাম স্মিথ ম্যাচ শেষে বলেছেন, ‘এটা পুরোপুরি অগ্রহণযোগ্য। এখনো এমন ঘটনা ঘটছে, বিশ্বাস করা কঠিন। জানি না, আঁতোয়ান কিভাবে খেলাটা চালিয়ে গেছে এবং গোল করেছে। কিছু একটা অবশ্যই করতে হবে। আসলে হাঁটু গেড়ে বসা কোনো প্রভাব ফেলছে না।’
বোর্নমাউথের কোচ আন্দোনি ইরাওলা বলেছেন, ‘এমন এক রাতে বর্ণবাদ নিয়েই কথা বলতে হচ্ছে যখন দুই দল দুর্দান্ত ফুটবল খেলেছে। দুঃখজনক। এ সমস্যা শুধু ফুটবল নয়, সমাজজুড়েই চলছে।’
লিভারপুলের কোচ আর্নে স্লট বলেছেন, ‘অ্যানফিল্ডে এমন কিছু হওয়া অকল্পনীয়। ওই ব্যক্তিকে খুঁজে বের করতে যা যা সম্ভব সব করব আমরা। সেমেনিয়ো দারুণ খেলোয়াড়ই নন, অসাধারণ মানসিক শক্তির অধিকারীও।’ এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে লিভারপুলও।
ইউটি/টিএ