এক সঙ্গে মহেন্দ্র সিং ধোনি এবং গৌতম গম্ভীর। দুজনের মুখেই হাসি। বিরল এই দৃশ্যে অবাক নেটদুনিয়া। শেষবার এই ধরনের দৃশ্য দেখা গিয়েছিল ঋষভ পন্থের দিদির বিয়েতে। ফের এক বিয়েবাড়িতেই একফ্রেমে দেখা গেল ২০১১ বিশ্বকাপজয়ী দলের দুই যুযুধান সদস্যকে।
প্রাক্তন ভারত অধিনায়ক ধোনি এবং টিম ইন্ডিয়ার বর্তমান কোচ গৌতম গম্ভীর উপস্থিত ছিলেন গুজরাটের এক প্রতিমন্ত্রীর ভাইয়ের বিয়েতে। গুজরাটের মন্ত্রী হর্ষ সাংভির ভাই উৎকর্ষ সাংভির বিয়েতে উপস্থিত ছিলেন ভারতের বর্তমান ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মাও। ওই বিয়েবাড়িতেই একসঙ্গে খোশগল্প করতে দেখা যায় গৌতম গম্ভীর এবং ধোনিকে। ওই বিরল দৃশ্য ক্যামেরাবন্দিও হয়েছে।
ক্রিকেট মাঠে একসঙ্গে বিশ্বকাপ জেতালেও মাঠের বাইরে দুই প্রাক্তন তারকার ঝামেলা নতুন কিছু নয়। সুযোগ পেলেই ধোনিকে নিশানা করেছেন গম্ভীর। ২০১১ বিশ্বকাপ জয়ের কৃতিত্ব শুধু অধিনায়ক ধোনির নয়, গোটা টিমের। এটাই তাঁর অভিযোগের মূল জায়গা। কিন্তু সোশাল মিডিয়ায় ধোনিকে বারবার নিশানা করলেও প্রকাশ্যে তাঁর সঙ্গে সুসম্পর্ক রেখেই চলেন গম্ভীর। অবশ্য সোশাল মিডিয়াতেও একাধিকবার ধোনির অধিনায়কত্বের প্রশংসাও করেছেন তিনি।
ইংল্যান্ড সিরিজের পর আপাতত মাসখানেকের ছুটি কাটাচ্ছেন গম্ভীর। তাঁর পরবর্তী লক্ষ্য সূর্যকুমার যাদবদের এশিয়া কাপ জেতানো। ছুটির ফাঁকে বিয়েবাড়ি ঘুরে এলেন তিনি। ধোনি অবশ্য এখন খেলাধুলো থেকে অনেকটাই দূরে। আগামী আইপিএলে খেলবেন কিনা সেটাও নিশ্চিত হয়। আপাতত হাঁটুর চোট সারাতেই ব্যস্ত তিনি।
ইউটি/টিএ