ক্রিকেটে খেলোয়াড় বদলির নতুন নিয়ম আনল বিসিসিআই

ক্রিকেট খেলা চলার সময় কোনো ক্রিকেটার গুরুতর চোটে পড়লে লড়াইটা কিছুটা অসম হয়ে ওঠে। বলা যায় ১১ জনের বিপক্ষে তখন ১০ জনকে লড়তে হয়। এই পরিস্থিতি ঠেকাতে ক্রিকেটে বদলির নতুন নিয়ম চালু করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নতুন এই নিয়মের নাম দেওয়া হয়েছে ‘সিরিয়াস ইনজুরি রিপ্লেসমেন্ট সাবস্টিটিউট।’

অবশ্য সব ম্যাচে এখনই নিয়মটি চালু করছে না বিসিসিআই। আপাতত ভারতীয় বোর্ডের অধীন একাধিক দিনের ম্যাচের টুর্নামেন্টগুলোতে এই বদলি প্রযোজ্য হবে। ফলে নতুন মৌসুম শুরুর টুর্নামেন্ট দুলিপ ট্রফি থেকেই এটি কার্যকর হবে। ভারতের চারটি অঞ্চল নিয়ে চারদিনের ম্যাচের এই আসর আগামী ২৮ আগস্ট শুরু হবে। ভারতের মূল প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতেও বদলির এই নিয়ম থাকবে।



নিয়ম অনুসারে, খেলা শুরুর পর কোনো ক্রিকেটার গুরুতর চোট পেলেই কেবল বদলি নেওয়া যাবে। তবে সেটি হতে হবে বহিঃস্থ (এক্সটারনাল) চোট। যেমন- বড় কোনো আঘাত, চিড় ধরা বা বড় ধরনের কেটে যাওয়ার মতো কিছু। হ্যামস্ট্রিং বা ক্র্যাম্প, স্ট্রেইন কিংবা এই ধরনের সমস্যায় খেলোয়াড় বদলি করা যাবে না।

চোটাক্রান্ত ক্রিকেটারের চোটের গভীরতার মেডিকেল রিপোর্ট জমা দিয়ে ম্যাচ রেফারির অনুমোদন সাপেক্ষে বদলি ক্রিকেটার নামানো যাবে। তবে বদলি ক্রিকেটারকে অবশ্যই ‘লাইক-ফর-লাইক’ হতে হবে। অর্থাৎ ব্যাটসম্যানের বদলি ব্যাটসম্যান, বোলারের বদলি বোলার, অলরাউন্ডারের বদলি অলরাউন্ডার।



স্কোয়াডের যে কোনো সদস্যই ‘লাইক-ফর-লাইক’ হলে তাকে বদলি হিসেবে কাজে লাগানো যাবে। আন্তর্জাতিক ক্রিকেটে এখন খেলা চালুর পর শুধুমাত্র কনকাশনের ক্ষেত্রে ও কোভিডে আক্রান্ত হলে বদলি নামানোর নিয়ম আছে।

সম্প্রতি ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজে রিশভ পান্ত ও ক্রিস ওকসের চোট নিয়ে ব্যাটিংয়ের নামার ঘটনা আলোচনার সৃষ্টি করে। এরপরই ভারতীয় বোর্ডের সভায় এই বদলির নিয়ম নিয়ে আলোচনা হয়। ওই সিরিজে পায়ে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে পড়ার পরও দলের প্রয়োজনে ব্যাটিংয়ে নামেন পান্ত। এছাড়া শেষ টেস্টে ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া ওকস এক হাত স্লিংয়ে ঝুলিয়ে আরেকহাতে ব্যাট নিয়ে মাঠে নামেন।



এমন গুরুতর চোটের ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটে বদলি নামানোর প্রয়োজনীয়তা নিয়ে নানা আলোচনা-বিতর্ক চলছে। সেই টেস্ট সিরিজেই যেমন ভারতের কোচ গৌতম গম্ভীর বলেছিলেন, তিনি এমন বদলির নিয়ম চালুর পক্ষে। তবে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস আবার পক্ষে ছিলেন না। এদিকে গত জুনে আইসিসি জানিয়েছিল, সদস্য দেশগুলো চাইলে ঘরোয়া ক্রিকেটে এটি চালু করতে পারে।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
অবসর নেওয়ার পরামর্শে কি বললেন কিং খান ? Aug 17, 2025
img
প্রাথমিকের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বিশেষ রুটিনে পাঠদানের নির্দেশ Aug 17, 2025
img
হাওরে উড়াল সড়কের কাজে আরও গতি আসবে : উপদেষ্টা বিধান রঞ্জন Aug 17, 2025
img
লিখিত আদেশ নেই, যে নীতিতে সরানো হলো রাষ্ট্রপতির ছবি Aug 17, 2025
img
পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজস বা নীরবতা ছিল: রিজওয়ানা Aug 17, 2025
img
এবার সালমানের ঘনিষ্ঠ এলভিস যাদবের বাড়িতে হামলা Aug 17, 2025
img
শাহরুখ স্টাইলে এন্ট্রি পুত্র আরিয়ানের, নেটফ্লিক্স শো-র দুর্দান্ত টিজার Aug 17, 2025
img
আগামী ১২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস Aug 17, 2025
img
এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেট দলের জন্য সুখবর! Aug 17, 2025
img
জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে হতাশ এনসিপি Aug 17, 2025
img
বাবর-রিজওয়ানকে বাদ দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল পাকিস্তান Aug 17, 2025
img
আসামে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন ভারতীয়রা Aug 17, 2025
বান্দরবানের বুকে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ - লাংলক ঝরনা Aug 17, 2025
img
বিপিএলে আবারো খেলতে চান সন্দীপ লামিচানে Aug 17, 2025
বিদেশের বাংলাদেশি মিশনে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ Aug 17, 2025
img
ধানমণ্ডি ৩২ থেকে আটক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি Aug 17, 2025
বিতর্কে দেব-শুভশ্রী, প্রশংসায় রুক্মিণীর পরিণত মন্তব্য Aug 17, 2025
বিতর্কে দেব-শুভশ্রী, প্রশংসায় রুক্মিণীর পরিণত মন্তব্য Aug 17, 2025
মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতা অভিষেক Aug 17, 2025
নবীর জীবনে নারীদের যেমন অবদান ছিল Aug 17, 2025