মাদারীপুরের কালকিনি থেকে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সহসভাপতি ইকবাল হোসেন গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ইকবাল কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাটোবালী গ্রামের মো. জুলফিকার আলী সরদারের ছেলে।
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, একমাস আগে কালকিনি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ। মামলা দায়েরের পর আত্মগোপনে ছিলেন নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সহসভাপতি ইকবাল হোসেন।
রোববার (১৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে ইকবালকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও চাঁদাবাজি মামলাও রয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১৮ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হবে।
টিএ/