বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের এশিয়া কাপের দলে নেই। ব্যাপারটা অনুমিতই ছিল। অনেক ধরেই এই দুই ক্রিকেটার পাকিস্তানের টি-২০ সেটআপে নেই। কারণটাও স্পষ্ট, তাদের স্ট্রাইকরেট ফরম্যাটটির জন্য মানানসই নয়।
বাবর আজম যে পাকিস্তানের বর্তমান প্রজন্মের সেরা মেধাবীদের একজন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সন্দেহ প্রকাশ করছেন না পাকিস্তানের হেড কোচ মাইক হেসনও। তাই তাকে দলে পাওয়ার আশাও আছে কিউই কোচের। টি-২০ দলে ঢোকার যোগ্য হয়ে উঠতে শিষ্যকে করণীয় বাতলে দিয়েছেন তিনি।
বাবরকে স্ট্রাইকরেটে উন্নতি করার কথা বলেছেন হেসন। সে জন্য স্পিনারদের বিপক্ষে মেরে খেলতে শেখার জন্য অনুপ্রাণিত করেছেন। হেসন বলেন, ‘স্পিনারদের বিপক্ষে মেরে খেলে বাবরকে স্ট্রাইকরেটে উন্নতি করার কথা বলা হয়েছে। এখানে কোনো সন্দেহ নেই। এই জায়গায় সে কঠোর পরিশ্রমও করছে।’
এশিয়া কাপের জন্য অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দল দিয়েছেন হেসন। এখানে ফখর জামানের মতো অভিজ্ঞ যেমন আছেন, তেমনি আছেন হাসান নাওয়াজ ও সাহিবজাদা ফারহানের মতো নতুনরাও। হেসন এই দল নিয়ে খুশিও। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে যেসব প্লেয়ার রয়েছে, তারা খুব ভালো করছে। সাহিবজাদা ফারহান ৬টি ম্যাচ খেলে ৩টি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছে।’
পাকিস্তানের এশিয়া কাপের দল
সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।